একজন জমির মালিক তার জমির কিছু অংশ এক লক্ষ ত্রিশ হাজার টাকার বিনিময়ে কয়েক বছরের জন্য আমাদের নিকট লিখিতভাবে বন্ধক রাখেন এই শর্তে যে, তিনি জমি চাষ করবেন এবং তার কিছু অংশ অর্থাৎ ফসলের কিছু অংশ আমাদের দেবেন। শর্তানুযায়ী চুক্তির নির্ধারিত বছর শেষ হওয়ার পর সে পূর্ণ টাকা ফেরত দিয়ে তার জমি নিয়ে নেবেন। এখন আমার প্রশ্ন হল, জমির মালিক টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত এই টাকার উপর আমার যাকাত দিতে হবে কিনা।