আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আই ফতোয়া থেকে জানতে পারলাম, মানুষের ঋণ দুই ধরনের হয় প্রয়োজনীয় ঋন দ্বিতীয় হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ।আমার ভাইয়ের দ্বিতীয় প্রকার ঋণ আছে। আমি যতটুকু জানি আমার ভাইয়ের যাকাত ফরজ নয়।এই ঋণ শোধের জন্য আমি কি যাকাতের টাকা না জানিয়ে দিতে পারব?
আমি আগে জানতাম শুধুমাত্র সাড়ে সাত ভরি স্বর্ণ হলেই যাকাত ফরজ হয়। এইবার জানতে পারলাম যে রুপা সোনা মিলিয়ে রুপার নেসাব হলেই যাকাত দিতে হয়। আমার কাছে আট বছর ধরে সোনা রুপা আছে। আমি ৮ বছরের যাকাত কিভাবে হিসাব করবো? এই যাকাত কি আস্তে আস্তে দিতে পারব?
গরিব আত্মীয়-স্বজন, সোনার কানের দুল চায়।যাকাতের টাকা দিয়ে এটা বানিয়ে দিলে, যাকাত আদায় হবে?
(আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক )