ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যদি তারা যাকাতের টাকাকে যাকাতের আট খাতের কোনো একটিতে খরচ করে থাকে, তাহলে তাদের যাকাত বন্টন আপাদত দৃষ্টিতে অঠিক মনে হচ্ছে না। যাকাতের খাত সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1397
ঐ আটটি খাতের সাথে তাদের কার্যক্রম কে মিলিয়ে নেবেন।য দি দেখেন যে,তারা আট খাতের বাহিরে যাচ্ছে না, তাহলে তাদের কার্যক্রম শরীয়তের দৃষ্টিতে অবৈধ হবে না।
এখন প্রশ্ন হলো,
তারা কি যাকাতের সকল টাকাকে সঠিক খাতে ব্যবহার করছে? নাকি লোক দেখানো কিছু বিবরণী তারা ওয়েবসাইটে শো করাচ্ছে।প্রতি উত্তরে বলবো,এটা আল্লাহ-ই বেশী ভালে জানেন।অবশ্যই আমরা যারা তাদের ওখানে যাকাত দিতে ইচ্ছুক।আমাদের জন্য তাদের কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত খোজখবর নেয়া অতিব জরুরী।
দ্বিতীয় আরেকটি প্রশ্ন মনে জাগে,
এরকম কোনো প্রতিষ্টানের জন্য যাকাত উসূল করা কতটুকু যুক্তিসংগত?
উত্তরে বলা হবে, ইসলামের স্বর্ণালি যুগে সাধারণত এমন কোনো ব্যবস্থা প্রচলিত ছিল না।বরং হয়তো সরকার যাকাত উসূল করতো, নতুবা ব্যক্তিগতভাবে যাকাত আদায় করা হতো।
এমন প্রতিষ্টানকে কি যাকাত দেয়া যাবে?
উত্তরঃ- আমরা জানি রাসূলুল্লাহ সাঃ মা'আয রাযি কে লক্ষ্য করে বলেছিলেন,যখন তুমি ইয়ামন দেশে পৌছাবে তখন তাদেরকে বলবে-যে,
فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ
আল্লাহ তা'আলা তাদের উপর যাকাতকে ফরয করে দিয়েছেন,এই যাকাত তাদের এলাকার ধনীদের কাছ থেকে গ্রহণ কর হবে।এবং ততাদেরই গরীবদের মধ্যে সেই যাকাতকে বিতরন করা হবে।(সহীহ বুখারী-১৪৯৬)
উক্ত হাদীস থেকে বুঝা যায় যে,নিজ আত্মীয়দের মধ্য যাকাতের হক্বদার কেউ থাকলে তাকেই যাকাত দিয়ে দেয়া মুস্তাহাব।অর্থাৎ যে এলাকার যাকাত, সে এলাকার গরীবদের মধ্যেই তা বন্টন করে দেঢা উত্তম।
দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাঃ এর যামানায় আমওয়ালে জাহিরা তথা উট,ভেড়া,ছাগল ইত্যাদির যাকাত সরকার কর্তৃক গ্রহণ করা হলেও আমওয়ালে বাতিনা তথা স্বর্ণ, রূপা ইত্যাদির যাকাত সরকার কর্তৃক গ্রহণ করা হতো না। বরং এটা ব্যক্তিগতভাবে সবাই তাদের নিজ নিজ যাকাতকে বন্টন করতো।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাসপাতাল এর ক্যান্সার ইউনিট, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, প্রভৃতির যাকাত ফান্ড যদি যাকাতের আটটি খাতে যাকাত ব্যবহার করে থাকে, তাহলে তাদের ওখানে যাকাত দেওয়া যাবে। এ সম্পর্কে তথ্য গবেষণা আপনাকেই করতে হবে। তাদের সম্পর্কে সঠিক খবর পাওয়ার পূর্ব পর্যন্ত আপনি ব্যক্তিগত ভাবে নিজে নিজে যাকাত আদায় করবেন। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক। আমীন।
পূর্বে তাদের নিকট যাকাত দিয়ে থাকলে, এখন যদি অনুসন্ধান করে দেখা যায় যে, তারা যাকাতকে সঠিক খাতে ব্যবহার করে নাই, তাহলে ঐ যাকাতকে এখন আবার দিতে হবে।