আসসালামুয়ালাইকুম,
১। আপন ছোট ভাই শেয়ার ব্যবসায়ের উদ্দেশ্যে টাকা নিলে সেই শেয়ার যদি এখন আর বিক্রয় করতে অপারগ হয়, বর্তমানে এর কোন মার্কেট ভ্যালু না থাকে, তাহলে ঐ ইনভেস্ট করা টাকার উপর কি এইমুহুরতে যাকাত দিতে হবে, না ভবিষ্যৎ এ আল্লাহ চান তো আবার উক্ত শেয়ার বিক্রি সম্ভব হলে তখন দিতে হবে, না ইনভেষ্ট করার হিসাব ধরে এখনও দিতে হবে?
ভাই বলতেছে আমি তোমার টাকা নিছি যেহেতু ফেরত দিতে পারতেছিনা তাই এর যাকাত দেয়ার দায়িত্ব আমার, এটা কি সঠিক? আমার টাকার যাকাত দেয়ার দায়িত্ব কি ওর?
২। এলাকার মুসলিম ঝাড়ুদার এবং পরিচ্ছন্নতাকারী দের আর্থিক অবস্থা জানা সম্ভব নয়, কিন্তু তারা বকশিস চাইলে কি যাকাত থেকে দেয়া যাবে, দিলে কি যাকাত আদায় হবে?