আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
319 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালমুআলাইকুম হুজুর,
যদি হুরমত নিয়ে মনে মনে সন্দেহ হয় , বা এইরকম হয়েছে হয়ত হুরমত সাব্যস্ত হয়েছে কিন্তু অনেক বছর আগের কথা মনে নেই। কোনো কিছুই মনে পড়ছে না শুধু মাত্র মনে মনে সন্দেহ হচ্ছে হয়ত হুরমত সাব্যস্ত হয়েছে । মনে মনে এমন হয়েছে কিন্তু মনে পড়ছে না কোনো কথা।  । আল্লাহ কসম মনে মনে সন্দেহ হচ্ছে কিন্তু মনে নেই
এমন অবস্থায় হুরমত মুসহরা সাবস্ত হবে?

আব্বু ও মা এর বৈবাহিক জীবন এ কোনো সমস্যা হবে?

1 Answer

0 votes
by (559,380 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


হাদীস শরীফে এসেছেঃ- 

عن أبي ہانيء رضي اللّٰہ عنہ قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: من نظر إلی فرج امرأۃٍ لم تحل لہ أمہا ولا ابنتہا۔ (المصنف لابن أبي شیبۃ ۳؍۴۶۹ رقم: ۱۶۲۲۹ بیروت)

সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করেছেন,কেহ যদি কোনো মহিলার লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করে,তাহলে তার মা ও তার মেয়ে তার জন্য কোনো ভাবেই হালাল হবেনা,(তার মা ও তার মেয়েকে কোনো ভাবেই বিবাহ করা তার জন্য জায়েজ হবেনা।)

সন্দেহের ভিত্তিতে হুরমতে মুসাহারাত সাব্যস্ত হয়না। 
ফাতওয়ার কিতাবে আছেঃ-

وأصل ماستہ أی بشہوة قال فی الفتح و ثبوت الحرمة بلمسہا مشروط بأن یصدقہا ویقع فی أکبر رأیہ صدقہا۔ (شامی، زکریا ۱۰۸/۴، کراچی ۳۳/۳)
সারমর্মঃ-
স্পর্শ করার ক্ষেত্রে আছল হল শাহওয়াতের সাথে হয়ে হবে। স্পর্শের হুরমত সাব্যস্তের জন্য শর্ত হলো সে এটিকে সত্যায়ন করবে এবং সত্যায়নের উপর তার প্রবল ধারনা (রায়) হয়।

 الیقین لا یزول بالشک۔ (الاشباہ والنظائر قدیم ۱۰۰)
সারমর্মঃ-
নিশ্চিত বিষয় সন্দেহ দ্বারা দূরিভুত হয়না।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এমন অবস্থায় হুরমতে মুসাহারত সাব্যস্ত হবেনা।

আপনার আব্বু ও মা এর বৈবাহিক জীবন এ কোনো সমস্যা হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...