ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শুধু স্বর্ণ থাকলে স্বর্ণের নেসাব পূর্ণ হওয়ার পর যাকাত আসবে।আর শুধু রূপা থাকলে রূপার নেসাব পূর্ণ হওয়ার পর যাকাত আসবে।টাকা থাকলে রূপার নেসাব সমপরিমাণ হলে যাকাত আসবে।
কিছু স্বর্ণ এবং কিছু রূপা থাকলে স্বর্ণ এবং রূপাকে মিলিত করে উভয়টির মূল্য যদি রূপার নেসাব সমপরিমাণ হয়ে যায় তাহলে যাকাত আসবে।(কিতাবুল-ফাতাওয়া-৩/২৭৭,ফাতাওয়ায়ে দারুল উলূম-৬/৮৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ টাকা গুলো যদি স্বামী আপনাকে মালিক বানিয়ে দেয়, তাহলে আপনার উপর যাকাত ফরয হবে।কিন্তু যদি টাকা গুলোর মালিক আপনি না হন, তাহলে কিন্তু আপনার উপর যাকাত ফরয হবে না।কেননা আপনার তো স্বর্ণের নেসাব পূর্ণ হয়নি।