বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শুধুমাত্র মা বললে যিহার হবে না।বরং মা বা মায়ের কোনো অঙ্গের সাথে স্ত্রীকে তাশবিহ বা উপমা দিতে হবে।হ্যা এটা অবশ্যই ঠিক যে স্ত্রীকে মা,মেয়ে,বোন ইত্যাদি বলে ডাকা মাকরুহ।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন।
প্রশ্নে বর্ণিত সূরতে যিহার হয়ে যাবে,যেহেতু তিনি তার স্ত্রীকে নিজ মায়ের "মতো" বলেছেন।সুতরাং স্ত্রী স্বামীর উপর হারাম হয়ে যাবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১৩/৩২৯)
এখন করণীয় হল,কাফফারা দিতে হবে।যদিও উচিৎ ছিল,যিহার করার পর কাফফারা আদায় পূর্বক স্ত্রীর নিকটবর্তী হওয়া।
যিহারের কাফফারা হল,
كفارة الفطر، وكفارة الظهار واحدة ، وهي عتق رقبة مؤمنة أو كافرة فإن لم يقدر على العتق فعليه صيام شهرين متتابعين، وإن لم يستطع فعليه إطعام ستين مسكينا كل مسكين صاعا من تمر أو شعير أو نصف صاع من حنطة
রোযা এবং যিহার উভয়ের কাফ্ফারা একিই।
তা এই যে,একটা গোলাম আযাদ করা চায় গোলাম ঈমানদ্বার হোক বা কাফির হোক।যদি গেলাম আযাদ করা অসম্ভব হয়,তাহলে লাগাতার দুই মাস রোযা রাখতে হবে। যদি রোযা রাখাও অসম্ভব হয়, তাহলে ষাটজন মিসকিন খাওয়াতে হবে। প্রত্যেক মিসকিনকে যব বা কিসমিস হলে এক সা' আর গম হলে অর্ধেক সা' করে দিতে হবে।{ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২১৫}বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/102
এবং অতীতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।