আসসালামু আ'লাইকুম মুহতারাম।আমার দুআ নিয়ে কিছু প্রশ্ন ছিলো।
আমার এক ফ্রেন্ড আছে যে চায় বিয়ের পর তার বাবা মা তার কাছে থাকুক।তাই সে এভাবে দুআ করতো যে সে যেন একজন দীনদার,ইয়াতীম কাউকে স্বামী হিসেবে পায়।এমনকি সে এটাও চাইতো যে তার স্বামী যেন ইঞ্জিনিয়ার হয়, চট্টগ্রাম বাসা হয়...। এভাবে দুআ করা উত্তম নাকি একদম আল্লাহর কাছে রুজু করা উত্তম? মানে শুধু তার বৈশিষ্ট্যগুলো চাইবো? কিন্তু তার পেশা,বাড়ি এসব নির্দিষ্ট করে না।
আমার এডমিশন চলছে, বিভিন্ন সহশিক্ষাযুক্ত প্রতিষ্ঠানে। কিন্তু আমি কখনোই নির্দিষ্ট করে চাইছি না।বারবার শুধু চাইছি যে আমার জীবন,বিয়ে,পড়াশোনা,দীনের ওপর আল্লাহ যেন সর্বোত্তম ফায়সালা করে দেন, কিন্তু কী কীভাবে হবে তার কিছুই উল্লেখ করি না।আল্লাহর পরিকল্পনাতেই চলতে চাই।আবার আমার আম্মু ফ্রি মিক্সিং পরিবেশে চাকরি করেন, আব্বু কিছু করেন না।তাই আমি এটাও চাই যে আমার আব্বু আম্মুকে আল্লাহ তাআলা যেন বিকল্প হালাল ইনকামের ব্যবস্থা করে দেন যেন আম্মুকে আর ওইখানে চাকরি করতে না হয় এবং আমাকেও ভবিষ্যতে চাকরি করতে না হয়। কিন্তু কীভাবে হবে আমি জানি না।আমি শুধু আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিবেন।আমার দুআর এই পদ্ধতি কি ঠিক আছে?নাকি নিজে পরিকল্পনা করে সেটা কবুল হ‌ওয়ার জন্য দুআ করবো?
এই দুই ধরনের দুআর মধ্যে কোন ধরনের দুআটা বেশি গ্রহণযোগ্য আর উত্তম?