https://ifatwa.info/73351/ ১. এক নম্বর প্রশ্নের জবাবে বলা হয়েছে ঈমান চলে যাবে না।
হুজুর আমি একদিন ভুল বসত মন্দির দেখে একবার বুকে হাত নিয়ে আবার কপাল এ ঠেকিয়ে ছিলাম , প্রণাম টাইপের মত। এই নিয়ে আপনাদের কে প্রশ্ন করেছিলাম । আপনাদের জবাব ছিল ঈমান চলে যাবে না । তওবা করতে হবে। লিংক টা খুজে কমেন্ট এ দিয়ে দিবো।
হুজর আমি খুবই ওয়াসওয়াসা গ্রস্ত রুগী। এখন মনে হচ্ছে এই মুভি টা দেখে আমি ওই রকম করেছি মন্দির দেখে।। কিন্তু আল্লাহ কসম করে বলছি আমার সঠিক ভেবে কিছু মনে পড়ছে না। হয়ত এই মুভির সঙ্গে কোনো সম্পর্ক নেই, আবার ওয়াসাষার জন্য মনে হচ্ছে।কিন্তু হুজুর জাই করে না জেনে অজ্ঞতা বসত ভুল হয়েছে। আমি তৌবা করেছি । আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমার মনে মনে এমন সন্দেহ হচ্ছে যে হয়ত এই মুভি দেখে ওই রকম করেছি। আবার মনে হচ্ছে না না এমনি করেছিল। হুজুর জাই হউক ভুল করে ভুল বশত হয়েছে ।তখন ১৪ বছর বয়স ছিল ৮ বছর হয়ে গেল এই সমস্ত ঘটনার আল্লাহর কাছে তওবা করেছি অনেক, এবং সতর্কতা মূলক কালেমা সাহাদাত পড়ে নিয়েছি।। না জেনে বুঝে ভুল হয়েছে । এর জন্য কি ঈমান চলে যাবে? আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো হুজুর । ৭ মাস হলো বিয়ে করেছি। ঈমান ঠিক আছে তো?