জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাহরাম পুরুষ ছাড়া এভাবে পিকনিকে যাওয়া জায়েজ হবেনা।
ইসলাম এ ধরনের পিকনিক সমর্থন করেনা।
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِاِمْرَأَةٍ وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ. فَقَالَ رَجُلٌ: يَا رَسُوْلَ اللّٰهِ اكْتُتِبْتُ فِىْ غَزْوَةِ كَذَا وَكَذَا وَخَرَجَتِ امْرَأَتِىْ حَاجَّةً قَالَ: اِذْهَبْ فَاحْجُجْ مَعَ اِمْرَأَتِكَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
[‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন পুরুষ যেন কক্ষনো কোন স্ত্রীলোকের সাথে এক জায়গায় নির্জনে একত্র না হয়, আর কোন স্ত্রীলোক যেন কক্ষনো আপন কোন মাহরাম ব্যতীত একাকিনী সফর না করে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! অমুক অমুক যুদ্ধে আমার নাম লেখানো হয়েছে। আর আমার স্ত্রী একাকিনী হজের উদ্দেশে বের হয়েছে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ্জ/হজ করো।
সহীহ : বুখারী ৩০০৬, মুসলিম ১৩৪১, আহমাদ ১৯৩৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৫২৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৩৪, সহীহ ইবনু হিব্বান ৩৭৫৭।
https://ifatwa.info/62320/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে,
এভাবে ফ্রিমিক্সিং পরিবেশে পিকনিকে যাওয়া জায়েয হবে না।শিক্ষাকেন্দ্রে মূলত জরুরতের ভিত্তিতে অনুমোদন দেয়া হয়ে থাকে। পিকনিকে না যাওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি পিকনিতে যেতে বাধ্য করা হয়, তাহলে বিপরিত লিঙ্গ থেকে নিরাপদ দূরত্বে নিজেকে রাখতে হবে। এবং যখন গান বাজনা হবে,তখন কানে হেডফোন লাগিয়ে ভালো কিছু শোনার চেষ্টা করতে হবে। এবং সর্বদা মেয়েদের সাথে থাকার চেষ্টা করতে হবে।কখনো একা হওয়া যাবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত পিকনিক কোনোভাবেই জরুরতের অন্তর্ভুক্ত হবেনা।
তাই এভাবে পিকনিকে যাওয়া শরীয়ত সাপোর্ট করেনা।
"পরিচিত নন-মাহরামের" রান্নার কাজের বিষয়টা ইসলামের দৃষ্টিতে জরুরতের অন্তর্ভুক্ত নয়।
এতে ফিতনার আশংকা রয়েছে।
মেয়েরা হাতমোজা পড়া হাতের ছবি ফেসবুকে,গ্রুপে শেয়ার করে।কিংবা হিজাব নিকাব পড়ে অনর্থক ছবি ফেসবুকে শেয়ার করে।এগুলোকে জায়েজ মনে করার সুযোগ নেই।
পাশাপাশি এভাবে ছেলেদের সাথে পিকনিকে অংশ নেওয়াটাও জায়েজ নেই।
বিষয়টি মোডারেট ইসলামপন্থীদের মতো।
এভাবে মোডারেট পন্থা অবলম্বন করতে করতে একটা সময় ধীরে ধীরে ফিতনায় জড়িয়ে পড়া ও পূর্ণ দ্বীন থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে।
(০২)
এভাবে পিকনিকে যাওয়া জায়েজ হবেনা।