বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। গোনাহগারদের তো এতে শুধু ক্ষতিই বৃদ্ধি পায়(সূরা বনি ইসরাঈল-৮২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আয়াতে শিফা লিখে পানিতে ধৌত করে, সেই পানি যদি পান করা হয়,তাহলে রোগ ভালো হয়। এটা কোনো নিশ্চিত বিষয় নয়।কুরানে হাদীসে এভাবে পানি পান করার কোনো আলোচনা পাওয়া যায় না।হ্যা, কুরআন মানুষের জন্য শে'ফা স্বরূপ।তাই সেটা তিলাওয়াত করবে। এবং প্রয়োজনে ধৌত করে পান করাও যেতে পারে। তবে পান করলে যে শে'ফা নিশ্চিত,এমন কোনো কথা কুরআন হাদীসে আসেনি।
এখন যদি কেউ আয়াতে শিফা কম্পিউটারে লিখে সেটা কাগজে প্রিন্ট করে, সেই কাগজকে পানিতে ভিজিয়ে উক্ত পানি পান করে, তাহলে হয়তো ফায়দাজনক হতে পারে। তবে প্রিন্টের চেয়ে হাতের লিখা দ্বারা শে'ফার আশা বেশী করা যায়।