ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ
যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে-যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য কর, তোমরাও মুশরেক হয়ে যাবে।(সূরা আন'আম-১২১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
যারা মাজারে যায় তাদের বাড়িতে খাবার খাওয়া যাবে। কেননা তারা জবাই করার সময় তো আল্লাহর নাম নেয়।যারা জবাই করার সময় আল্লাহর নাম না নিয়ে বরং দেবতার নামে জবাই করে, তাদের বাড়ীর খাবার ভক্ষণ করা যাবে না।
(২)
যাদের ইনকামের বেশিরভাগ হারাম, তাদের বাড়িতে খাবার গ্রহণ করা জায়েয হবে না।