ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মা-বাবা বা কোন নেককার বুজুর্গের হাত-পা ও কপালে বরকতের নিয়তে ছুমা দেওয়াকে অধিকাংশ ফুকাহায়ে কেরাম জায়েয মনে করেন।তবে মাথা নূয়ে পায়ে ছুমা দেওয়া সম্পর্কে ফুকাহাদের মধ্যে মতপার্থক্য পরিলক্ষিত হয়।অধিকাংশের মতে বৈধ রয়েছে।
কিন্তু পায়ে ধরে মাতাপিতা বা শশুড়-শাশুড়ি কে সালাম বা সম্মান প্রদর্শনকে কেউ -ই বৈধ মনে করেন না।(জাওয়াহিরুল ফিকহ,১/২০০) আরো জানুন-
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী,বাবা-মা অথবা শ্বশুর-শাশুড়িকে সম্মানার্থে বা শ্রদ্ধার উদ্দেশ্যে মাথা না ঝুঁকিয়ে হাতে পায়ে চুমু দেওয়া যাবে।তবে পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না। এটা বিদ'আত।পায়ে ধরে সালাম করাতে স্বামী খুশী স্বামীর গোনাহ হবে।