ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বিকাশের চার্জ যাকাতের টাকা থেকেও খরচ করা যেতে পারে। আবার যারা যাকাত গ্রহণ করবেন,তাদের কাছ থেকেও নেয়া যেতে পারে। উত্তম হবে যে, আপনি নিজ থেকেই যাকাতের খরচ গ্রহণ করে নিবেন।
(২)
ঋণের ক্ষেত্রে লক্ষণীয় আরো একটি দিক রয়েছে।আর তা হলো যে, ঋণ দুই প্রকার।
(এক) সাধারণ ঋণ।যা মানুষ ব্যক্তিগত প্রয়োজনে কিংবা অস্বাভাবিক অবস্থায় নিতে বাধ্য হয়।
(দুই) বিশাল বিশাল শিল্পকারখানা গড়ে তোলার কিংবা যে কোনো বড় ধরণের ব্যবসায়িক প্রকল্প খোলার উদ্দেশ্যে যে ঋণ নেয়া হয়ে থাকে।দৃষ্টান্ত স্বরূপ- ফ্যাক্টরী স্থাপন,মেশিনারিজ আমদানী কিংবা ব্যবসায়িক পণ্য ইমপোর্ট করার উদ্দেশ্যে ঋণ নেয়া হয়।
সু-প্রিয় পাঠকবর্গ! ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার মামা ব্যাংক থেকে যে লোন নিয়েছেন,সেই ব্যাংক লোন ঋণের কোন প্রকারের?
সেই ঋণ যদি প্রথম প্রকারের হয়,তাহলে সেটা বাদ দিয়ে যদি নেসাব পরিমাণ মাল থাকে এবং একবৎসর পর্যন্ত আপনার মামার কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে।
আর যদি দ্বিতীয় প্রকারের ঋণ হয়,এবং সেটা দ্বারা এমন মাল ক্রয় করা হয়, যে মালের উপর যাকাত আসে তাহলে সেই মালের উপর যাকাত আসবে।
যাকাত ওয়াজিব হওয়ার জন্য নেসাব পরিমাণ মাল এক বৎসর কারো নিকট থাকা শর্ত-
আল্লাহ-ই ভালো জানেন।