বিসমিহি তা'আলা
জবাবঃ-
জ্বী, একটি মুসহাফকে অন্য আরেকটি মুসহাফের উপর রাখা যাবে।কেননা উভয়টাই তো কুরআন।তবে অন্যকোন কিতাবকে মুসহাফের উপর রাখা যাবে না।কেননা সেটা আদবের খেলাফ।
কুরআনে কারীম সম্মানিত জিনিষ।কেননা এটা আল্লাহর কালাম।তাই তাকে সম্মান ও মর্যাদাপূর্ণ স্থানে রাখাই উচিৎ।যেহেতু উপরকে মানুষ সম্মানী ভাবে,তাই কুরআনে কারীমকে উপরেই রাখাই সম্মানের দাবী।
যারা আরবী জানেন।তারা সরাসরি আরবী কুরআন থেকে পড়বেন।এবং যারা জানেন না,তাদের উপর অত্যাবশ্যকীয় দায়িত্ব ও কর্তব্য হল,আরবীতে কুরআনকে শিখে নেয়া।এবং শেখার আপামর চেষ্টা করা।
যদি কারো সামনে আরবী কুরআন শিক্ষার কোনো মাধ্যম না থাকে তাহলে অবশ্যই তিনি উচ্ছারণের সাহায্য নিতে পারেন।
মনে রাখতে হবে,উচ্ছারণের সাহায্য নিয়ে কখনো বিশুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করা সম্ভবপর হবে না।
তাই সরাসরি আরবী কুরআন পড়া এবং পড়ার চেষ্টা করাই উচিৎ।
এটা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.