১. একজন মহিলা দেখলেন তার পিরিয়ড শেষ। এরপরেও আর হয়নাই , সাদা সাদা আসছিলো যা দিয়ে শেষ বুঝায়, তাই উনি গোসল করে নামাজ-রোজা শুরু করে দেন।কিন্তু আজকে আবার গোসলে গিয়ে ক্লিন করার সময় দেকলেন একটু লাল আসতেছে এরপর আবার শুধু সাদাই আসতেছে খালি। এরপর ওই গোসল পরে নামাজ পরতেছেন নিয়মিত, যেহেতু সাদা দেখেছেন।
এখন আমি জানতে চাই, উনার গতকাল ও আজকের রোজা কি হয়েছে? এবং লালের পর আবার সাদা দেখে রোজা চালু রাখা কি ঠিক আছে? আগামীকাল(বুধবার) রোজা কি রাখতে পারবেন?
২. একটি দাখিল মাদরাসায় পুজার ছুটি দেওয়া হয় না,যেহেতু সবাই মুসলিম তাই। সারা দেশের সকল প্রতিষ্ঠানে পুজার বা অন্য ধর্মের অনুষ্ঠানে ছুটি দেয়, এখন কোনো শিক্ষক/শিক্ষকেরা যদি মাদরাসা পুজা উপলক্ষে বন্ধ দেওয়ার কথা বলেন, ওনার কি এতে কুফর হবে?
৩. আমাদের মাদরাসায় রমজানের বন্ধ দেন না। নিয়োগের সময় বলেছিলেন যে আমরা পুজার বন্ধ দেই না, তবে সেগুলো জমিয়ে ইদে ছুটি বাড়িয়ে দেই, এখন উনার কথা মাফিক ইদের সময় পুজার ছুটি এড করে বন্ধ বাড়িয়ে দেওয়ার কথা বললে কি কুফর হবে?
৪. কোনো মানুষ যদি অন্য জনকে বলে "আমি এই জিনিসের জন্য এতো আল্লাহর কাছে চেয়েছি, মাঝে মাঝে মনে হয় এই জিনিস না পেলে আম নাস্তিক হয়ে যাবো " উনার এই মাঝে মাঝে যে অনুভুতি হয় তা প্রকাশ করায় কি তার কুফর হয়ে যাবেন? উনার কি বিবাহ নষ্ট হয়ে যাবে?
৫. আসলে শায়েখ আমি একটা জিনিস খুব চেয়েছিলাম আল্লাহর কাছে, মাঝে মাঝে আমার মনে হতো এরুপটা, মাঝে মাঝে ভাবতাম এরকম হলে কি কি হবে, কিন্তু এটাও জানতাম এই ইসলামকে তো সত্যি হিসাবেই জানি এটাকে সত্য জেনে মানা করা কি সম্ভব? " এসব ভাবনা মনে মনে চলে আসতো,বা ভাবতাম এর ফলে কি কুফর হবে? এগুলো বিয়ের আগে না পরে ভাবতাম টাইম তো বলতো পারছিনা শিওর করে,এতে কি বিবাহে সমস্যা হবে?
৬.. আমার মনে হচ্ছে যে চার নং প্রশ্নের মতো করে আমার বউকে এভাবে বলেছিলাম আমি একদিন, কিন্তু মনে করতে পারছি না নিশ্চিত করে আবার মনে হচ্ছে হয়তো ম্যাসেজে বলেছিলাম, আমি পুরাতন ম্যাসেজ ডিলেট করে দিয়েছি, বউ এর কাছে যদিও আছে তা চ্যাক করা ঝামেলা হবে,কারণ সে তার বাবার বাড়ি থাকে,বললেও চ্যাক করবে কি না কে জানে, সে জানে আমার কিছু ওসওয়াসার সমস্যা আছে। এখন কি করবো, বুঝতেও পারছিনা, বলছিলাম কিনা শিওর ও হতে পারছি না, এখন কি বিধান আমার এই অবস্থার।
৭. মনে মনে যদি কেও কুফরি ভাবনা ভাবতে থাকে, ইচ্ছায় বা অনিচ্ছায় পরে যখন খেয়াল হয় এই ভাবনা তো কুফরি বা মনে মনে বলা এই কথা তো কুফরি, তখন যদি তা বলা থামিয়ে দেয় বা সেই চিন্তা থামিয়ে দেয় এতে কিতার কুফর হবে?
৮. বিবাহ শব্দটারে অনেকে ব্যঙ্গ করে "হাঙ্গা" বলে। কেও শুধু এটাকে বিবাহের প্রতিশব্দ হিসাবেই জানতো, একজন বলেছিলো তাকে এটা নাকি যাদের তালা* হয়ে পরে বিয়ে হয় তাদের ক্ষেত্রে ইউজ হয়। ওর কথাত্টা গুরুত্ব দেয়নি। আজকে গুগলেও দেখলো অনেক জাগায় এটাকে বহুবিবাহের ক্ষেত্রে ইউজ করে, মেয়েদের ক্ষেত্রে । এখন সে এই শব্দ মজা করে অনেক বার বিয়ে শব্দের পরিবর্তে ইউজ করেছিলো। যেমন তার বউকে বলা, "আমাদের হাঙ্গার বছর হয়ে গেছে" /আমদের হাঙ্গার কতো দিন হইছে বা অন্য কে বলা, "আমাদের হাঙ্গা হয়েছে" সে মুলত বিয়ের প্রতিশব্দ হিসাবে ইউজ করেছিলো। এর ফলে কি তার বিবাহে সমস্যা হবে?