ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
একজন মুসলমান হিসেবে, এভাবে মারামারি করার জন্য উৎসাহ দেওয়া কখনো আপনার উচিৎ হয়নি।তবে এজন্য আপনার ঈমান যাবে না। আপনি এরকম গোনাহ থেকে তাওবাহ করবেন।
(২)
'যে কথা বলবে পাশের জন তাকে চড় মারবে।' আপনি শিক্ষক হিসেবে, এরকম কথা আপনার জন্য মানায় না।আপনি শিক্ষক হিসেবে একজন আদর্শবান পুরুষ।আর আদর্শবান পুরুষের উচিৎ, আদাব আখলাক ও উত্তম চরিত্র শিক্ষা দেওয়া।এরকম আর কখনো করবেন না।
তবে এরকমটা বলার কারণে আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।
(৩)
যেহেতু অজুকে কটাক্ষ করা আপনার উদ্দেশ্য ছিল না, তাই আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।
(৪)
আল্লাহ আপনাকে এবং আমাদেরকে কবুল করুক।আমীন।