মোবাইলে আমার এক আত্মীয় এর সাথে কথা বলার সময় বলেছিলাম
"তোদের তো আমাদের মত Long distance relationship " ।
যেহেতু আমি কাজের জন্য দেশের বাহিরে থাকি আমার স্ত্রী দেশে থাকে তাই বলেছিলাম এই কথাটা।একটা সাধারন কথা হিসেবেই বলেছি।বলার সময় কোন নিয়ত ও ছিলো না।আমিও ফোনে কথা বলা শেষ করে কাজে মনযোগী হই যেহেতু বলার সময় আমার কোন নিয়ত ছিলোনা।
ঘটনার অনেক্ক্ষণ পর যখন আমার কাজ শেষ হয় তখন মনে হল আমি তখন যে বলেছিলাম" long distance relationship " এটা নিয়ে চিন্তা হয়। বলার সময় কোন নিয়তই ছিলোনা আল্লাহর কসম করে বলছি। এটা মনে করে আমি শান্ত থাকি। কিন্তু ওয়াস ওয়াসা থাকার কারনে একই কথা বার বার মনে হতেই থাকে ।যতবার এই কথা মনে হয় ততবার আমি মনে মনে বলি আমার কোন নিয়ত ছিলোনা আমি এম্নিতেই সাধারন কথা হিসেবে বলছি। এই রকম অনেকবার চিন্তা হয় যতবার মনে হয় ঠিক ততবারই আমি মনে মনে বলি আমার নিয়ত ছিলোনা।ওয়াসওয়াসা থাকার কারনে তারপরেও মনে মনে চিন্তা আসতেই থাকে অনবরত । এরকম অনেকবার হতে হঅতে একবার মনে মনেই চিন্তা করতে গিয়ে ভূলবশত নিয়ত নেই এইটা চিন্তা করতে গিয়ে ভুল করে নিয়ত ছিল এটা চিন্তা করি( বাস্তবে কোন নিয়তই নেই)। তারপর আবারো মনে মনে বলি আমার কোন নিয়ত নেই আমি ভুল করে চিন্তা করেছি যে নিয়ত ছিল। আসলে অনেক চিন্তা আসছিলো তখন আর সেটার উত্তর মনে মনে দিতে দিতে আমি কথা গুলিয়ে ফেলেছিলাম যার দরুন নিয়ত নেই চিন্তা করতে গিয়ে নিয়ত আছে শুধু একবার চিন্তা করে ফেলেছিলাম। তাও মুখে বলিনি শুধু মনে মনেই চিন্তা করেছি। আসলে আমার কোন নিয়ত ছিলোনা।
আল্লাহর কসম করে বলছি যখন বলেছিলাম" long distance relationship " তখন আমার কোন নিয়ত ছিলোনা।এটা বলার অনেক্ক্ষণ পর এমন ওয়াসওয়াসা হয়েছে এবং পরের সমস্ত চিন্তা গুলো মনে মনেই হয়েছে । আমি কোন কথা বলিনি।