আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
120 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লহ

আমার কয়েকটি প্রশ্ন রয়েছে

১) হাতের আঙুল ফুটানো কি গুণাহের কাজ, শরীয়াহ এ সম্পর্কে কি বলে?

২) মৃত আত্নীয়দের জন্য অনেকে এই রমাজানে খতম দেয়।ওই ব্যক্তির নামে খতম দিচ্ছি এমনটা, যাতে খতমের সব সওয়াব তার কবরে যায়।আবার অনেকে দরুদ শরীফ পড়ে পাঠান। এখন এসব কি জায়েজ?? মৃত ব্যক্তির জন্য কি আমরা খতম দিতে পারি, একটু বিস্তারিত জানালে উপকৃত হবো।

৩) আবার অনেকে খতম  দেওয়ার সময় পাই না বলে,,কোরআন নিজে পড়ে খতম না দিয়ে অন্যকে দিয়ে খতম দেওয়ায়।সে খতম মৃত ব্যক্তির নামে দিতে বলা হয়।এখন এরকম কি করা জায়েজ??
৪) নফল ও সুন্নত নামাজের সেজদায় মনে মনে,কিংবা মুখে বাংায় দোয়া করে থাকি,এতে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে?

1 Answer

0 votes
by (564,060 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
নামাজের উদ্দেশ্যে অযু করার পর থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত আঙ্গুল ফুটানা থেকে রাসুলুল্লাহ সাঃ নিষেধ করেছেন।
,
হাদীস শরীফে এসেছেঃ- 

 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ عَمْرٍو، حَدَّثَهُمْ عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، حَدَّثَنِي أَبُو ثُمَامَةَ الْحَنَّاطُ، أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، أَدْرَكَهُ وَهُوَ يُرِيدُ الْمَسْجِدَ أَدْرَكَ أَحَدُهُمَا صَاحِبَهُ قَالَ فَوَجَدَنِي وَأَنَا مُشَبِّكٌ بِيَدَىَّ فَنَهَانِي عَنْ ذَلِكَ وَقَالَ إِنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلَا يُشَبِّكَنَّ يَدَيْهِ فَإِنَّهُ فِي صَلَاةٍ " .

আবূ সুমামাহ আল-হান্নাত সূত্রে বর্ণিত। তিনি বলেন, তিনি মাসজিদে যাওয়ার সময় পথিমধ্যে কা’ব ইবনু ‘উজরাহর (রাঃ) সাথে তার সাক্ষাত হয়। বর্ণনাকারী বলেন, তিনি আমাকে আমার দু’ হাতের আঙ্গুলসমূহ পরস্পরের মধ্যে ঢুকিয়ে মটকাতে দেখতে পেয়ে আমাকে এরূপ করতে নিষেধ করলেন। তিনি আরো বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ উত্তমরূপে অযু করে মাসজিদের উদ্দেশে বের হলে সে যেন তার দু’ হাতের আঙ্গুল না মটকায়। কেননা সে তখন সলাতের মধ্যেই থাকে (অর্থাৎ ঐ অবস্থায় তাকে সলাত আদায়কারী হিসেবেই গণ্য করা হয়)।
তিরমিযী (অধ্যায়ঃ সালাত, হাঃ ৩৮৬), ইবনু মাজাহ (অধ্যায়ঃ সালাত, ক্বায়িম, অনুঃ সালাতে যা করা অপছন্দনীয়, হাঃ ৯৬৭), দারিমী (১৪০৪), আহমাদ (৪/৩৪১, ৩৪২)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হাতের আঙুল ফুটানো গুণাহের কাজ নয়।
তবে মসজিদে থাকা অবস্থায়, নামাজ রত অবস্থায়,এবং  নামাজের উদ্দেশ্যে অযু করার পর থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত আঙ্গুল ফুটানো থেকে রাসুলুল্লাহ সাঃ নিষেধ করেছেন।

(০২)
এটাকে ঈসালে ছওয়াব বলে।
এটি জায়েজ,এটি কুরআন হাদীস সমর্থিত।
সুতরাং মৃত ব্যক্তির জন্য আমরা খতম দিতে পারি।
এতে মৃত ব্যক্তি কুরআন খতমের ছওয়াব পাবেন।

শরীয়তের বিধান হলো কুরআন কারীম তেলাওয়াত করে বা ছদকাহ করে ঈসালে ছওয়াব করা যাবে।
(কিতাবুন নাওয়াজেল ১/৩৭৫)

বিস্তারিত জানুনঃ 

(০৩)
এরকম করা জায়েজ আছে।
তবে এক্ষেত্রে কোনো টাকা পয়সা বিনিময় হিসেবে দেয়া ও নেয়া জায়েজ হবেনা।
এটি হারাম।

(০৪)
মুখে উচ্চারণ করে বাংলায় দোয়া করলে হানাফি মাযহাব মতে নামাজ ভেঙ্গে যাবে।

তবে মনে মনে বাংলায় দোয়া করলে নামাজ ভেঙ্গে যাবেনা।

তবে অন্যান্য কিছু স্কলারদের মতে এটির অনুমতি রয়েছে।
সুতরাং তাদের অনুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...