আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
813 views
in সালাত(Prayer) by (1 point)
আসসালামু আলাইকুম
১. চাশতের নামাজের সময় কখন শুরু কখন শেষ? এটি কি সুন্নাহ?

২. যোহরের আগে কোন সুন্নত নামাজ আছে?

1 Answer

0 votes
by (566,940 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

চাশতের ওয়াক্ত শুরু হয় সূর্য উদিত হওয়ার পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত।
তবে উত্তম হলো এক চতুর্থাংশ দিক অতিবাহিত হওয়ার পর চাশতের নামাজ পড়া।
,
চাশতের নামাজ কমপক্ষে ২ রাকাত,আর সর্বোচ্চ ১২ রাকাত পড়া মুস্তাহাব। 
(কিতাবুন নাওয়াজেল ৩/১৩৮)

★সুতরাং চাশতের নামাজ সুন্নাত নয়,বরং এটি মুস্তাহাব।

হাদীস শরীফে এসেছেঃ  
عن أنس بن مالک رضي اللّٰہ عنہ قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: من صلی الضحی ثنتي عشرۃ رکعۃ بنی اللّٰہ لہ قصراً في الجنۃ من ذہب۔ (سنن الترمذي، أبواب الوتر / باب ما جاء في صلاۃ الضحی ۱؍۱۰۸ رقم: ۴۷۱)
সারমর্মঃ রাসুলুল্লাহ সাঃ বলেন যে ব্যক্তি বারো রাকাত চাশতের নামাজ পড়বে,আল্লাহ তায়ালা জান্নাতে তার জন্য স্বর্ণের বিল্ডিং এর ব্যবস্থা করবেন।  

وندب أربع فصاعداً في الضحیٰ من بعد الطلوع إلی الزوال ووقتہا المختار بعد ربع النہار۔ (درمختار، الصلاۃ / باب الوتر والنوافل / مطلب سنۃ الضحیٰ ۲؍۴۶۵ زکریا، ۲؍۴۰۴-۴۰۵ زکریا، صغیري ۲۰۱)
সারমর্মঃ চাশতের ওয়াক্ত শুরু হয় সূর্য উদিত হওয়ার পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত।
তবে উত্তম হলো দিনের এক চতুর্থাংশ দিক অতিবাহিত হওয়ার পর চাশতের নামাজ পড়া।

وابتدأ من ارتفاع الشمس إلی قبیل زوالہا۔ (مراقي الفلاح ۲۱۶) 
চাশতের ওয়াক্ত শুরু হয় সূর্য উদিত হওয়ার পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত।

وندب أربع فصاعدا في الضحی من بعد الطلوع إلی الزوال، ووقتہا المختار بعد ربع النہار، وفي المنیۃ: أقلہا رکعتان وأکثرہا اثنتا عشرۃ، وأوسطہا ثمان وہو افضلہا۔ (شامي ۲؍۴۶۵ زکریا)
সারমর্মঃ চাশতের নামাজ কমপক্ষে ২ রাকাত,আর সর্বোচ্চ ১২ রাকাত পড়া মুস্তাহাব। 
,
(০২)
★যোহরের আগে চার রাকাত নামাজ পড়া সুন্নাত।

রাসূলুল্লাহ ﷺ-পাঁচ ওয়াক্ত ফরয নামাজের পূর্বে ও পরে বার রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করতেন, বিশেষ কোন কারণ ছাড়া তা ত্যাগ করতেন না। এই জন্য এই বার রাকাত সুন্নতকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়।
 এই বার রাকাত সুন্নত সালাতের অনেক বড় ফযীলত রয়েছে। 

হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ثَابَرَ عَلَى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ

আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি দিবা-রাত্র বার রাকাত (সুন্নাতে মুআক্কাদা) আদায়ে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন। চার রাকাত জোহরের ফরয নামাযের পূর্বে এবং দু’রাকাত জোহরের ফরয নামাজের পরে, দু’রাকাত মাগরিবের ফরয নামাজের পরে, দু’রাকআত ইশার ফরয নামাজের পরে এবং দু’রাকআত ফজরের ফরয নামাজের পূর্বে। 
(সুনানে নাসায়ী ১৭৯৫)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...