আসসালামু আলাইকুম। বর্তমানে সৌদিতে বসবাস করছি। আলহামদুলিল্লাহ, আমি এ বছর হজের জন্য নিবন্ধন করেছি। নতুন আপডেটেড সিস্টেমে, পারমিট পাওয়ার আগে আমাকে পুরো টাকা পরিশোধ করতে হয়েছিল। অনুমতি পেলে হজ পালন করতে পারব। যদি আমি অনুমতি না পাই, আমি হজ করতে পারব না এবং আমি আমার টাকা ফেরত পাব। ইতিমধ্যে আমার জাকাতের এক বছর পূর্ণ হয়েছে।
এখন আমার প্রশ্ন হল, আমার কি সেই টাকার জাকাত দিতে হবে?