আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
534 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (23 points)
স্বামী যদি অফিসের কাজের কারণে সাময়িকভাবে বউয়ের কাছ থেকে দূরে থাকে এবং তখন ভিডিওকলে বউকে দেখে উত্তেজিত হয়, তাহলে কি শুধুমাত্র বউকে দেখে হস্তমৈথুন জায়েয হবে? এখানে অন্য কোনো মেয়ে লোকের কোন সম্পৃক্ততা নেই।

1 Answer

0 votes
by (671,200 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم 

হাত বা অন্য কিছুর মাধ্যমে বীর্যপাত, স্বমৈথুন বা হস্তমৈথুন
করা কোরআন সুন্নাহ ও সুস্থ বিবেকের নির্দেশ মতে হারাম ও কবিরা গুনাহ।

আব্দুল্লাহ ইবন আমর ইবন আস রাযি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

عبد الله بن عمرو بن العاص عن النبي صلى الله عليه وسلم سبعة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة ولا يزكيهم ويقول : ادخلوا النار مع الداخلين : الفاعل والمفعول به ، والناكح يده ، وناكح البهيمة ، وناكح المرأة في دبرها ، وناكح المرأة وابنتها ، والزاني بحليلة جاره ،والمؤذي لجاره حتى يلعنه

“সাত শ্রেণীর লোকের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেন, কিয়ামতের দিন এদের দিকে তাকাবেন না এবং এদেরকে জাহান্নামে প্রবেশের আদেশ দিবেন। এরা হল–সমকামী, হস্তমৈথুনকারী, জীবজন্তুর সাথে সঙ্গমকারী, স্ত্রীর সঙ্গে পুংমৈথুনকারী, কোন মহিলা ও তার কন্যাকে একসাথে বিবাহকারী, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারকারী এবং প্রতিবেশীকে এমন কষ্টদানকারী যে, যার কারণে সে তাকে অভিশাপ দেয় । তবে এরা যদি তাওবা করে তাহলে তারা সবাই হয়ত ক্ষমা পেতে পারে।” (বাইহাকী, শুয়াবুল ঈমান৭/৩২৯)

فى كنز العمال فى سنن الأقوال والأفعال- ألا لعنة الله والملائكة والناس أجمعين على من انتقص شيئا من حقي، ………. وعلى ناكح يده، (كنز العمال فى سنن الأقوال والأفعال- تابع كتاب المواعظ والحكم، باب الترهيب الأحادي من الإكمال،فصل- الترهيب العشاري فصاعدا من الإكمال، رقم الحديث-44057)
সারমর্মঃ হস্তমৈথুন কারীর উপর আল্লাহ তায়ালার লা'নত।   

★তবে স্ত্রীর কোনো অসুবিধে থাকলে,স্ত্রীর দ্বারা হস্তমৈথুনের অনুমোদন রয়েছে।তবে নিজ হাত দ্বারা হস্তমৈথুনের অনুমোদন নেই।

অবৈধ হল, নিজের হাতে নিজের বীর্যপাত। স্বামী স্ত্রীর একে অন্যের হাত দ্বারা বীর্যপাত অবৈধ নয়।

আল্লাহ তাআলা বলেছেন,
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
(সফল মু’মিন তারা) যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। (সূরা মু’মিনূন ৫-৭)

,
আরো জানুন 
,
★স্ত্রীর হাত দিয়ে দিয়ে জায়েজ হলেও স্বামীর হাত দ্বারা যেহেতু হস্তমৈথুন করা জায়েজ নেই। 
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে স্ত্রীকে ভিডিও কলে দেখে নিজ হাত দিয়ে হস্তমৈথুন করা জায়েজ নেই।
কবিরা গুনাহ।      

তবে যদি এমনটি না করলে যিনার গোনাহে লিপ্ত হবার তীব্র সম্ভাবনা থাকে, তাহলে ফুক্বাহায়ে কেরাম এর অনুমতি প্রদান করেছেন। যদি জিনা করার তীব্র সম্ভাবনা না থাকে, তাহলে এ কাজ থেকে নিজেকে বিরত রাখবে।

বেশি বেশি করে আখেরাতের কথা চিন্তা করুন। ইনশাআল্লাহ আখেরাতের ভয় এ কুচিন্তা ও কর্ম থেকে হিফাযত থাকা সম্ভব হবে।

وفى رد المحتار- وكذا الاستمناء بالكف وإن كره تحريما لحديث { ناكح اليد ملعون } ولو خاف الزنى يرجى أن لا وبال عليه (رد المحتار-كتاب الصوم، باب ما يفسد الصوم وما لا يفسده، مطلب فى حكم الإستمناء بالكف-3/371
সারমর্মঃ যেনার প্রবল আশংকা থাকলে হস্তমৈথুন করলে কোনো গুনাহ নেই।    
,
(তবে ভিডিও কলে স্ত্রীকে দেখা,তার সাথে কথা বলা জায়েজ আছে।) 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...