বাসায় ১ বছর ধরে একটি ছেলে বিড়াল পালছি,বর্তমানে সে এডাল্ট তাই তার সঙ্গী প্রয়োজন দেখে প্রচুর চিৎকার করে,ওকে আমরা বাসার বাহিরে যেতে দিয়েছি কিন্ত রক্তাক্ত অবস্থায় ফিরে আসে, মেয়ে বিড়াল ও এনেছি,কিন্তু ও মেয়ে বিড়াল দেখেও প্রচন্ড ভয় পায়,কাছেই যেতে পারে না,প্রশ্ন হলো সব পন্থা অবলম্বন করে দেখেছি এখন কি ওকে নিউটার করালে গুণাহগার হবো আমরা?হিটে এসে বাসার দেয়ালে প্রস্রাব ছিটিয়ে রাখে যা নাপাক,
আমার পরিবারের সবাই বিড়ালের প্রতি মায়ায় ওকে বাসায় রেখেছি,নিরুপায় হয়ে প্রশ্ন করেছি এখানে, নাপাকির ভয়ে থাকি সালাতে, এজন্য এ ব্যাপারে প্রশ্ন করতে বাধ্য হলাম। হিটে এসে বাসার এখানে ওখানে প্রস্রাব ছিটায়,সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করেও কোন কাজ হয়নি,তাই এখন ওকে নিউটার করালে গুণাহ হবে? নিউটার করালে বাসার দেয়ালে এভাবে প্রস্রাব ছিটাবে না চিল্লাচিল্লি ও করবে না