আসসালামু আলাইকুম,
আমি একটি কোম্পানিতে চাকরি করি। সেখানে BAPA সংস্থার আন্ডারে একটা কোর্স করতে হয়। সেই কোর্সটা করতে গেলে ওই কোম্পানিতে চাকরি করার আগে করতে হয়। কিন্তু সবাই-ই চাকরি করা অবস্থায় কোর্সটা করে। অন্যথায় সুযোগ নেই। তো তখন BAPA সংস্থাটি জানতে চায় আমরা ওই কোম্পানিতে চাকরি করি কি না। তখন বলতে হয় "আমরা চাকরি করি না"। আবার কসম কাটিয়েও নাকি জিজ্ঞেস করে থাকে আমরা সেখানে চাকরি করি কি না! তখনো আমাদের ওই মিথ্যাটিই বলতে হয় ( যে, আমরা চাকরি করি না)। এটা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারাই আমাদের বলে দেয় আমরা যেন এটা বলি। কিন্তু আমি মিথ্যা বলতে চাই না। তবে মিথ্যা না বললে কোর্সটাও করা যাবে না।
এখন আমার প্রশ্ন, আমার ওই মিথ্যা কথা বলে কোর্সটা করা কি উচিৎ হবে? কোর্সের শেষে কিছু টাকা দেবে, তখন ওই টাকা আমার জন্য হালাল হবে কি?