আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম ঘুম চোখে বুঝতে পারছিলাম লজ্জা স্থান দিয়ে কোন কিছু ডুকতেছে, লাফ দিয়ে উঠে পড়ছি, কোন উত্তেজনা অনুভব হয়নি, বা বীর্যপাত হয়নি। শুধু ডুকেছে এটা বুঝতে পেরেই উঠে পড়ছি।
এখন সিদ্ধান্ত নিতে পারছি না লজ্জাস্থানে কোন কিছু প্রবেশ করার কারনে গোসল কি ফরজ হয়েছে? ঘুম থেকে উঠে আর গোসল করিনাই। কারন উত্তেজিত অবস্থা কিংবা বীর্যপাত কিছুই হয়নি।
যোহর থেকে শুরু করে পরদিন সালাতুদ দোহা পর্যন্ত পড়েছি।
গোসল ফরজ হলে তো কাযা করতে হবে!
আমার উপর কি গোসল ফরজ ছিলো?