ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোনো স্ত্রী যদি তার মায়ের কাছ থেকে তার প্রয়োজনে কিছু টাকা নিতে চায়। স্বামী শুনে বলে যে, আপনার কিসের অভাব? আপনি টাকা নিলে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, নষ্ট বলতে শেষ হয়ে যাবে । স্বামী মনে করেন এটাও জুলুম /যৌতুক তার কথা হলো। আমরা উনাকে দিব। আমরা কেন উনার থেকে নিব। তাই তখন আর টাকা নেয়নি স্ত্রী। তবে একদম নিঃস্ব অবস্থায় টাকা নিতে নিষেধ নাই। স্ত্রী একদমই নিঃস্ব না।
এর কিছুদিন পর স্ত্রী ভুল করে তার মাকে বলেন আম্মা আপনি আমার আলমারির অমুক যায়গায় কিছু টাকা রেখে যান,আমার প্রয়োজন হলে নিয়ে প্রয়োজন পূরণ করবো। স্বামীকে এটা জানালে তিনি টাকা ফেরত দিতে বলেন, স্ত্রী টাকা ফেরত দিয়ে দেয়, যেখানে রাখা হয়েছিলো, সেইখান থেকে নিয়ে। আর স্বামী এমন কথা বলার জন্য তওবা করেন। তাদের দুধের শিশু আছে।
স্ত্রী তার আম্মাকে টাকা রেখে যেতে বলার কারণে সম্পর্ক নষ্ট হবে না।কেননা স্ত্রী তো মার কাছ থেকে টাকা নেয়নি।স্ত্রী টাকাকে রেখে যেতে বলেছে,স্ত্রীর মা টাকা রাখার পর স্ত্রী তো টাকাকে গ্রহণ করেনি।
(২) ওয়াসওয়াসার রোগী কখনো তালাক হয়না।