আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
200 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (87 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
১/ গুনাহ থেকে বাচার উদ্দেশ্যে একাধিক কাওকে গুনাহ এর কথা বলে থাকলে কি সমস্যা হবে?

২/ যদি গুনাহ এর কথা বলে থাকি কাওকে আগে তার জন্য কি করণিয়।

৩/ গুনাহ এর কথা বললেই কি তা প্রকাশিত হয়ে যায় হাশর এর ময়দান এ? এর জন্য আলাদা ভাবে মাফ চাওয়া যাবে কি?

৪/ এবার রোজায় আমার পড়াশুনা কে মূল ফোকাসে রেখে ইবাদত বন্দেগী করতে হচ্ছে কারণ আমার এডমিশন সামনে। এর ফলে কি আল্লাহ নারাজ হবেন (যদি ফরয কাজ গুলো যথাযথ করে নফল এ বা তারাবীহ তে কিছুটা সময় কম দেই)

৫/ কুরান এর সুরাহ হুজুরাত  একটা আয়াত আমার অস্পষ্ট মনে আছে যেখানে বলা আছে পবিত্র ব্যক্তির জন্য পবিত্র স্ত্রী আর গুনাহগার ব্যক্তির জন্য গুনাহগার স্ত্রী( ভুল হলে আল্লাহ মাফ করুন) সে অনুযায়ী আমার বরাবরি মনে হয় যে আমি অনেক গুনাহগার ইমান দুর্বল এবং ফাসিক। এও মনে হয় আমার স্ত্রী ও এরকম হবে। ফলে আমার একরকম বিয়ের প্রতি অতি অনিচ্ছা মাঝে মাঝে কাজ করে। এর জন্য গুনাহ থেকে বেচে থাকার স্পৃহা কমে যায়। আর আমি জানি যে বিয়ে আমার জন্য অত্যন্ত দরকারি।  একধরনের বিভ্রম এর মধ্যে অবস্থান করতে হয় আমাকে এবং অনেক চিন্তা আসে মাথায়। এমতাবস্থায় কি করণীয়?

৬/ অনেক সময়ে কোনো বিশেষ কারণে অনেকে টাকা সাহাজ্য চায়। ফলে অনেকে বলে থাকে সে মিথ্যা অজুহাত দিচ্ছে। এক্ষেত্রে উত্তম কি হবে? যদি সে ব্যক্তি মিথ্যা বলল কিন্তু আমি টাকা দিয়ে থাকি তবে কি সোওয়াব পাব পরিপূর্ণ? (যেমন কেএ বলল মসজিদ নির্মাণের কিন্তু আসলে তা নয় এক্ষেত্রে মসজিদ নির্মানের অংশীদার হবার সুযোগ থাকছে না আমার আর সেটা জানতেও পাচ্ছি না আমি। এক্ষেত্রে বিধান কি)

৭/ বাসার সামনে একটি মাদ্রাশা এবং কিছুটা দূরে মসজিদ আছে। দুই স্থানেই শুক্রবার এর নামাজসহ অন্যান্য অয়াক্ত এবং তারাবীহ ও হয়। পাসেই কোনো এক বিল্ডিং এ আজান দেওয়া হয় এবং তারাবীহ পড়ানো হয়। তবে জুমুয়া হয় না। যদি কাছের মাদ্রাসা ছেড়ে সেখানে নামাজ আদায় করতে যাই তাহলে কি জামাত আদায় হবে?


জাজাকাল্লাহু খইরন

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) গুনাহ থেকে বাচার উদ্দেশ্যেও গোপন গোনাহের কথা প্রকাশ করা জায়েয হবে না। তবে প্রকাশ্য কোনো গোনাহ থাকলে, বিশেষ হেকমতে সেই গোনাহের কথা প্রকাশ করা যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/906

(২) গোনাহের কথা ইতিপূর্বে কাউকে বলে থাকলে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

(৩) গুনাহ এর কথা বললেই যে তা হাশর এর ময়দানে প্রকাশিত হয়ে যাবে, বিষয়টা এমন নয়। তবে গোপন রাখলে আল্লাহও গোপন রেখে রেখে ক্ষমা করে দেন।

(৪) পড়াশোনাতে মূল ফোকাসে রেখে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ নারাজ হবে না।কেননা আপনি তো ফরয, ওয়াজিব এবং সুন্নতে মু'আক্কাদা গুলোকে যথাযথভাবে আদায় করছেন।

(৫)
তাফসীরে জালালাইন গ্রন্থে উক্ত আয়াতের ব্যাখায় লিখা হয়,
ﻣِﻤَّﺎ ﺫُﻛِﺮَ ﺃَﻱْ اﻟﻻَّﺋِﻖ ﺑِﺎﻟْﺨَﺒِﻴﺚِ ﻣِﺜْﻠﻪ ﻭَﺑِﺎﻟﻄَّﻴِّﺐِ ﻣِﺜْﻠﻪ
উক্ত আয়াতে যে বলা হয়েছে,'দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকুলের জন্যে'(শেষ পর্যন্ত)

এই আয়াতের সহজ অর্থ হচ্ছে,দুশ্চরিত্র নারীর জন্য দুশ্চিত্র পুরুষই উপযোক্ত এভাবে ঠিক তার উল্টো।এ অর্থ নয় যে,দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পরুষকেই পাবে।হতে পারে আবার নাও পেতে পারে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4612

(৬) কেউ যদি মিথ্যা বলে আপনার কাছ থেকে কিছু  নিয়ে নেয়, তাহলে আপনি বিশুদ্ধ নিয়তের দরুণ পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন।

(৭)  কাছের মাদ্রাসার পরিবর্তে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 312 views
...