আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
623 views
in সালাত(Prayer) by (37 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

উস্তাদ,
১) কেউ যদি ইমামতি করার সময় তেলাওয়াতে মিডিয়াম আকারের কোনো সম্পূর্ণ সূরার মাঝখানের কোনো আয়াত ভুলে যায় অথবা মাঝখানের কোনো আয়াত বাদ পড়ে গেছে বলে সন্দেহ হয় তাহলে নামাজ হবে কিনা? আর এক্ষেত্রে করণীয় কী?
২) মুক্তাদি ইমাম সাহেবের সাথে মুনাজাত উঠিয়ে আল্লাহর কাছে তৃপ্তি ভরে চাওয়ার জন্য ইমাম সাহেব মুনাজাত শেষ করার পরেও ব্যক্তিগত ভাবে মুনাজাত দীর্ঘায়িত করা যাবে কিনা?
৩) কবি শেখ সাদি (রহঃ) রচিত " বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ্দুজা বিযামালিহি...." উক্ত  সম্পূর্ণ বিষয়টির বাংলা অর্থ কী?
৪) আমি একটি বিড়াল পোষতে এনেছি আবু হুরায়রা (রাঃ) এর বিড়াল পোষার ঘটনা থেকে অনুপ্রানিত হয়ে। বিড়াল এর আরবি নাকি হুরায়রা। এক্ষত্রে আমি বিড়ালটিকে হুরায়রা বলে ডাকলে কোনো সমস্যা আছে কিনা?  আর হুরায়রা এর সঠিক আরবি উচ্চারণ কী?

৫)  আমি আমার প্রত্যন্ত  উপজেলার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্টের কাছে ডেলিভারি হওয়া ব্যক্তিগত জিনিস আনতে গেলে সে আমার কাছে আবারো খরচ নিতে দাবি করে এবং মানতে চায় না দিতেই হবে বলে। অথচ যেখান থেকে পারছেল পাঠানো হয়েছে সেখানে তো  খরচ নিয়ে তারা জিনিসটা ঠিকানায় পাঠাতে গ্রহণ করে। এজেন্ট বলে আমাদের গ্রামে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্ট হিসেবে সব সুবিধা খরচ দেয় না, জানি না সত্য কিনা, অথচ তাদের চাওয়া টা লিগেল না সেটা জানি।

এমতাবস্থায়, আমি তাকে আবার শুধু শুধু টাকা বাধ্য হয়ে দেয়া যাবে কিনা।
জাজাক আল্লাহ

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
শরীয়তের বিধান হলো নামাজে তেলাওয়াত করতে করতে যদি মাঝের কোনো আয়াত ভুলে যায়,বা বাফ যায়,তাহলে নামাজ ফাসেদ হওয়ার মতো অর্থ বিকৃত হল নামাজ নষ্ট হয়ে যাবে।
আর যদি সেরকমটি না হয়,তাহল্র নামাজের কোনো সমস্যা হবেনা।    

উদাহরণ স্বরুপ কেহ যদি নামাজে তেলাওয়াত করতে গিয়ে   
ر رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَیْنَا إِصْرًا کَمَا حَمَلْتَہُ عَلَی الَّذِینَ مِنْ قَبْلِنَا  
ছেড়ে দিয়ে,বাদ দিয়ে 
 رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِہِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا 
,,,أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا 
পড়ে,তাহলে এর দ্বারা যেহেতু অর্থ বিকৃত হয়না,তাই নামাজ হয়ে যাবে।
,
আর যদি নামাজ ফাসেদ হওয়ার মতো অর্থ বিকৃত হল নামাজ নষ্ট হয়ে যাবে।

.
(০২)
মুক্তাদি ইমাম সাহেবের সাথে মুনাজাত উঠিয়ে আল্লাহর কাছে তৃপ্তি ভরে চাওয়ার জন্য ইমাম সাহেব মুনাজাত শেষ করার পরেও ব্যক্তিগত ভাবে মুনাজাত দীর্ঘায়িত করা যাবে।
কোনো সমস্যা নেই।   
তবে যেসব ফরজ নামাজের পর সুন্নাত নামাজ আছে,সেসব  ফরজ নামাজ পর দীর্ঘ দোয়া উচিত নয়। 

,
(০৩)
কবি শেখ সাদি (রহঃ) রচিত শেরঃ
بلغ العلى بكماله
كشف الدجى بجماله
حسنت جميع خصاله
صلوا عليه و آله
 
বালাগাল উলা বি কামালিহি,
কাশাফাদ্দুজা বি জামালিহি,
হাসুনাত জামিয়ু খিসালিহি,
সাল্লু আলাইহি ওআলিহি...

অর্থ: তিনি পৌঁছে গেছেন সর্বোচ্চ মর্যাদায় তাঁর সুমহান চরিত্রের দ্বারা। 
বিদুরিত হয়েছে সকল অন্ধকার তাঁর সৌন্দর্যের ছটায়। 
সম্মিলন ঘটেছে তাঁর মাঝে সকল উন্নত চরিত্রের। 
পেশ করুন তাঁর প্রতি ও তাঁর  সম্মানিত আহলে বাইতদের প্রতি দরুদ ও সালাম।
.
(০৪)

هُرَيْرَة [هرر]
[আরবী উচ্চারন হুরাইরাহ]
অর্থঃ ছোট বিড়াল
বিড়ালছানা
,
এই নামে বিড়ালের নাম রাখা যাবে,কোনো সমস্যা নেই।
,
তবে ছাহাবী আবু হুরাইরাহ রাঃ এর প্রতি যেনো বিষোদগার অন্তরে না আসে।
.
(০৫)
আপনাদের গ্রামে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্ট যেই কথা বলছেন,তাহা যেহেতু মিথ্যা,তাই সে ধোকা দিয়ে আপনার থেকে টাকা নিতে চাচ্ছে।
ইসলামে ধোকা দেওয়া হারাম।

হাদীস শরীফে এসেছেঃ   
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
ইসলামে কাহারো সম্পদকে তার সন্তুষ্টি চিত্ত ব্যাতিত নেওয়া থেকে নিষেধ করেছে।
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার উপর কোনো টাকা ওয়াজিব নয়।
আপনি যদি এমনতেই খুশি মনে তাকে দেন,তাহলে তার জন্য এটি নেওয়া জায়েয হবে। 
আর যদি আপনি তাকে টাকা চাপে পড়ে দেন,বা অসন্তুষ্টি চিত্তে দেন,তাহলে তা গ্রহন করা তার জন্য জায়েজ হবেনা। 

হাদীস শরীফে এসেছে  
وَعَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ»
আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়।

(আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২,মিশকাতুল মাসাবিহ ২৯৪৬)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (37 points)

উস্তাদ,

১)আমি ঐ এজেন্টকে চাপে পড়ে টাকা দিলে তাকে এই অন্যায় কাজে সহযোগীতা হবে কিনা কেননা আমাকে আমার পার্সেল আনতে হবে, তাহলে আমি নির্দোষ থাকব কিনা আল্লাহর কাছে, আমার জন্য যায়েজ হবে কিনা। আর চাপে পড়ে খুশি মনে দিলে তো তার জন্য হারাম হবে না বললেন।

২) যদি ৯৩ তম সূরা আদ-দুহা সম্পূর্ণ নামাজে পড়ার মধ্যে  মাঝখান থেকে ৬ নং আয়াত মানে "আলাম ইয়াযিদকা ইয়াতিমাং ফা'আ ওয়া" বাদ পড়ে তাহলে নামাজে সমস্যা হবে কিনা জানালে ভাল হয়।


জাজাক আল্লাহ।




by (583,020 points)
(০১) 
আপনি টাকা দিলে আপনার কোনো গুনাহ হবেনা।
,
(০২) 
এতে নামাজের কোনো সমস্যা হবেনা।   

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...