আসসালামুয়ালাইকুম ভাই
আমার কিছু টাকা আছে যেটার যাকাত আসে। কিন্তু এই বছর সেই টাকার যাকাত পুরোটা দিতে পারছিনা। ঈদ পরছে আবার মাসের মধ্যে। আমি চাচ্ছিলাম ২৭ রমযান এ রাকাত দিতে। যাকাত দেওয়ার জন্য যে টাকাটা কম পড়ছে সেটা টাকাটা একজনের কাছ থেকে ধার করে 27 রমজানে দিতে চাচ্ছি। বেতন পাওয়ার পরে যার কাছ থেকে টাকা ধার নিয়েছি তাকে টাকা ফেরত দিয়ে দিব। এটা কি করা যাবে?