জনাব, আরেকটা জরুরি জিজ্ঞাসা। দয়া করে জানাবেন।
আমি জেনেছি, "শরীরের কোথাও নাপাকি লাগলে তা ধোয়ার সময় পানি ছিটে গায়ের বিভিন্ন জায়গায় লাগে। এক্ষেত্রে এই ছিটার পরিমাণ যদি এক দিরহাম অপেক্ষা কম হয়,তবে তা পাক হিসেবে ধর্তব্য হবে। উক্ত শরীর নিয়ে নামায পড়া যাবে। "
কিন্তু,
নাপাকির পরিমাণ যদি এক দিরহামের কম পরিমাণ হয়
এবং ওই নাপাকি ধোয়ার সময় যদি শরীরের অন্য কোনো অংশে নাপাকি ধোয়ার ওই পানি লাগে
তারপর শরীরের ওই অংশ (নাপাকি ধোয়ার পানি যেখানে লেগেছে) ধোয়ার সময় যদি সেই পানির ছিটা বালতিতে পরে
সেক্ষেত্রে কী বালতির পানি নাপাক হবে?
আরেকটা প্রশ্ন হচ্ছে, ওযু করার সময় যদি নাপাক কিছুর স্পর্শ লাগে, সেক্ষেত্রে কি ওযু সম্পন্ন হয়?
*ভীষণ সন্দেহে আছি জনাব। জানাবেন দয়া করে.. দুঃখিত পুনরায় জিজ্ঞেস করার জন্যে