আমার কাছে আব্বার দেয়া ২ লক্ষ টাকা ১ বছর ধরে আছে। তিনি যে কাজের জন্য দিয়েছিলেন সেটা আমি করিনি তাই টাকাটা ফেরত দিতে হবে উনি চাইলেই। এখন এই ১ বছর ধরে টাকা থাকার কারণে আমার কি যাকাত দিতে হবে? আমার কাছে আর কোন টাকা নেই এবং ২০ হাজার টাকা আমি এই ২ লাখ থেকে খরচ করেছি লাস্ট ১ মাসে। ঋণ হিসেবে নিয়েছি কারণ আমাকে ২ লক্ষ টাকাই ফেরত দিতে হবে উনি চাইলেই। আমার যাকাত কত আসবে একটু হিসাব করে দিলে কৃতজ্ঞ থাকব। জাজাকাল্লাহু খাইরান