আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লহি ওয়াবারাকাতুহ
আমার এক নিকটাত্মীয় বয়স ২১।সে ২০১৮ সালে হারাম সম্পর্কে জড়িয়ে ছিল।তখন তার কোন দ্বীনের বুঝ ছিল না।একসময় সে দুই নিকটাত্মীয়ের নিকট থেকে সে দুটি মোবাইল ফোন চুরি করে।এখন আলহামদুলিল্লাহ তার দ্বীনের বুঝ আসছে।সে কিভাবে তাদের নিকট এটি পরিশোধ করবে।ফোনগুলো নষ্ট হয়ে গেছেন।এখন তাদের নিকট এগুলো ফিরিয়ে দেয়া যাবে না,খুব লজ্জাজনক বিষয় হবে।যদি ফোন বাবদ সে টাকা ফিরিয়ে দেয়।এখন সে তাদের নামে এই ফোনের বাবদ, দান- সাদাকা করতে চায়।এটা কি জায়েজ হবে
?
শায়েখ আপনার পরামর্শ চায়।