আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
শায়েখ,
১/ আমার এক জায়গায় বিয়ের কথা চলছে।কিন্তু তারা একটু দেরি করছে।এখনো পাত্র পাত্রীর দেখা হয়নি।তারা পাত্রীর বাড়ির ঠিকানা নিয়ে খোঁজ নিতে চেয়েছে।এমন অবস্থায় অন্য জায়গায় (অন্য পাত্রকে) মেয়ের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিতে পারবে?
আসলে শায়েখ,আমি সহ-শিক্ষায় আছি।এই সহশিক্ষা আমার কাছে জাহান্নাম মনে হয়।দম বন্ধ হয়ে আসে।আমি চাচ্ছিলাম এই রমাদ্বনের পরে যেন আমাকে আর সহশিক্ষায় আসতে না হয়।তাই বিয়ের বিষয়টি তাড়াতাড়ি করতে চাচ্ছি,ইনশাআল্লাহ।আমার পরিবারকে আমার সিদ্ধান্ত জানায়নি।এখন আমার কি করা উচিত? বর্তমান পাত্রের সাথে চূড়ান্ত কথা হওয়া পর্যন্ত অপেক্ষা করা নাকি নতুন কোন পাত্র খোঁজা?
২/ আমার খালারা কিস্তি নিয়েছেন,আমার পরিবারও নিয়েছে।বার বার বুঝানোর পরও শোনেনি।আমার খালা কিছু মুড়ি পাঠিয়েছেন, আমি ঐ মুড়িগুলো ভয়ে খাচ্ছি না।এতো মুড়ি ফেলে দিতেও মন সাই দেয় না।অন্যকেও দিতে পারছি না যেহেতু নিজে হারামের ভয়ে খাচ্ছি না।এই মুড়ি কি করব এখন?
আমার বাবা ভাই ২ জনই উপার্জন করে।আমি বলেছি যে কিস্তির টাকা দিবে তার বেতন থেকে আমাকে টাকা না দিতে।আমার বাবা আমাকে হাত খরচের টাকা দেন।আমার এই টাকার খাবার খেতেও ভয় লাগে।আমি কি হারাম খেয়ে ফেলছি? আমি টিউশনি করে যা পাই তাতে পুরো মাস চলবে না।এখন পরিবারের রান্না করা খাবার খেতেও ভয় লাগে।আমার কি করা উচিত।
আমি হারাম থেকে বেঁচে থাকতে চাই, সহশিক্ষা থেকে বের হতে চাই। এতো অশান্তি লাগে।দুনিয়াটা খুব কষ্টের মনে হয়।
মাফ করে দিবেন,লেখাটা অনেক বড় হয়ে গেল।
জাযাকাল্লাহু খইর।