বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
ইচ্ছাকৃতভাবে থুথু জমা করে তাহা গিলে ফেলাতে রোযা মাকরুহ হবে ।
তবে রোযা ভেঙ্গে যাবেনা।
(আদদুররুল মুখতার ৩/৩৬৭)।
,
অনিচ্ছায় এমনটি হলে কোনো সমস্যা নেই।
,
ইমাম বুখারী রহ. বলেন,
وَقَالَ عَطَاءٌ وَقَتَادَةُ يَبْتَلِعُ رِيقَهُ
আতা রহ. ও কাতাদা রহ. বলেন, রোজাদার তার মুখের থুথু গিলে ফেলতে পারে। (বুখারী পরিচ্ছদঃ ১২১০)
,
তবে কিছু ইসলামী স্কলারদের মতে উভয় ছুরতেই কোনো সমস্যা নেই।
,
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
রোযা অবস্থায় থুতু ফেলে দিলে কিছু পরিমাণ থুতু ঠোঁটের উপর থাকে। এখন সেই থুতু যদি গিলে ফেলেন,সেক্ষেত্রে রোযা ভেঙ্গে যাবেনা।
তবে ইচ্ছাকৃতভাবে এমনটি না করাই বাঞ্চনীয়।
(০২)
কুলি করার পর ২/১ বার মুখের ভিতরের সমস্ত থুথু ফেলে দিবেন। (তারপর অযু শেষে প্রয়োজনে ঠোঁট মুছে নিবেন।)
এরপর আর কোনো সন্দেহকে পাত্তা দিবেননা।
তাহলে আর কোনো সমস্যা হবেনা।
এরপরেও মুখের মধ্যে পানির সিক্ততা অনুভব করলে এতে কোনো সমস্যা নেই।
আরো জানুনঃ-
(০৩)
মলত্যাগ করার পর আপনি একাধিক বার টিস্যু ব্যবহার করবেন।
অতঃপর অল্প পানি দিয়ে স্বল্প সময়ের মধ্যেই ধুয়ে নিবেন।
সেক্ষেত্রে পানি আর ভিতরে যাবেনা।
তবে ভেজা আঙ্গুল যেনো ভিতরে না যায়,এর জন্য সতর্কতা অবলম্বন করবেন।
তাহলেই আর কোনো সমস্যা হবেনা।