বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শুধুমাত্র মা বললে যিহার হবে না।বরং মা বা মায়ের কোনো অঙ্গের সাথে স্ত্রীকে তাশবিহ বা উপমা দিতে হবে।হ্যা এটা অবশ্যই ঠিক যে স্ত্রীকে মা,মেয়ে,বোন ইত্যাদি বলে ডাকা মাকরুহ।
স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বেবী ডাকলে যিহার হবে না।এবং পরস্পর পরস্পরের জন্য হারামও হবে না। তবে এমনটা মাকরুহ হবে।
ويكره قوله أنت أمي ويا ابنتي ويا أختي ونحوه
(রদ্দুল মুহতার-৩/৪৭০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"এবার ক্ষমা দে বাপ।" বলার কারণে জিহার হবে না।