আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
158 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
reshown by
আসসালামু আলাইকুম ।
১. আল্লাহর এক বান্দার প্যানিক অ্যাটাক/প্যানিক ডিজঅর্ড ার এর রোগ ছিলো । প্যানিক অ্যাটাক যখন হয় তখন মনে হয় একটু পরে ই বুঝি মানুষটার মৃত্যু হতে যাচ্ছে । একবার প্যানিক অ্যাটাক এর সময় মানুষ টা মারা যাচ্ছে অনুভূত করলো, এ সময় মনে তার এলো আমি যদি এখন মারা যাই তাহলে আমার তো কোন আমল ই নেই, আমি জান্নাতে যাবো কিভাবে ? তোহ, আল্লাহ পাক যাতে জান্নাত দান করেন সে জন্য তার মনে এলো আমলের নিয়ত করি, যাতে করে নিয়ত এর উসিলাহ’য় আল্লাহ পাক জান্নাত দেন ।

যাতে জান্নাতে যত উচ্চ সম্ভব মর্যাদা/আসন পায় সে আশায় নিয়ত মানুষ টা নিয়ত করলো এভাবে “আমি যত অধিক সম্ভব যত উন্নত সম্ভব আমলকারী হয়ে গেছি (কত অধিক, কত উন্নত তা আমি নিজেও জানিন না; অগনিত)” । এভাবে নিয়ত করা কি ঠিক হয়েছে ? এর পরিবর্তে তার নিয়ত কি হওয়া উচিৎ/উত্তম ছিলো ?

প্যানিক অ্যাটাক স্বাভাবিক হলো। আল্লাহর রহমতে মৃত্যু হলো না । এখন তার করা ওই নিয়ত টা তাকে সব ছেড়ে ছুড়ে আবেদ হতে অনুপ্রাণিত করছে; সে কিছু তে ই এই নিয়ত পরিবর্তন করতে পারছে না; পরিবর্তন করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এমন অপরাধবোধ হচ্ছে ।  এ অবস্থায় তার করণীয় কি ? সে এর পরিবর্তে একটি উত্তম নিয়ত এর সাজেশন্স চায় ।

২. আল্লাহর এক বান্দার স্ত্রী ও তার মধ্যে বিবাহের পূর্বে অল্প কিছুদিনের সম্পর্ক ছিলো । সে সময় তাদের দুজনের মধ্যে বিবাহের কমিটমেন্ট ছিলো । এমতাবস্থায় আল্লাহর সেই বান্দা দ্বীন এর বুঝ পায়, সে অনুভব করে এই মেয়ে কে বিয়ে করলে দ্বীন পালন পরির্পূর্ণ নাও করা যেতে পারে; যদিও মেয়ের সাথে আলাপ আলোচনায় মেয়ে নিজে দ্বীন পালনের চেষ্টা করবে ও ছেলের দ্বীন পালনে বাধা দিবে না জানায়; ভবিষ্যতে পুরো হুজুর হয়ে গেলেও তার সমস্যা নেই, সে জানায় । কিন্তু বর্তমানে যেহেতু এই মেয়েকে বিয়ে করলে এখন ই সুন্নতি লেবাস পরা যাবে না তাই ছেলে ইতস্তত করতে থাকে । কিন্তু পরে আবেগ ও নাফস এর কাছে হেরে বিয়ে করে ফেলে । সুন্নতি লেবাস ছাড়া অন্যান্য বিষয় পালনে সে বাধা অনুভব করছে না । তারপরও তার মনের মধ্যে অপরাধবোধ কাজ করছে কেমন যেনো, দ্বীন এর উপর নিজের নাফস  কে/মেয়েটি কে প্রাধ্যন্য দিয়ে ফেললো বুঝি, আল্লাহ সম্ভবত এই বিয়েতে সন্তুষ্ট না, তাই সে মন থেকে চাচ্ছে তাও কেমন জানি নিজের বউ এর প্রতি ভালোবাসা অনুভব করতে পারছে না আল্লাহর ভয়ে । ওকে ভালোবাসলে ওকে সাথে রাখলে বুঝি আল্লাহ অসন্তুষ্ট থাকবেন সব সময় তার প্রতি! এমন খেয়াল আসছে তার মাথায়। এমতবস্থায় তার কি করনীয় ?
প্রশ্ন দুটোর উত্তর দিবেন । জাযাকাল্লাহু খয়রান ফিদ্দ্বীন ।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আপনার প্রশ্নটি অস্পষ্ট। দয়াকরে কমেন্টে সুন্দর করে সাজিয়ে লিখবেন।
(২)
বিয়ে যেহেতু হয়েই গেছে, এখন এই সংসার কিভাবে স্থায়ী থাকে, এজন্য আল্লাহ তা'আলার কাছে সাহায্য চাইতে হবে। সালাতুল হাজত পড়ে নিজের কল্যাণের জন্য দু'আ করুন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1452

আল্লাহর কাছে তাওবাহ করুন।
إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَـٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে এবং দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা ফুরকান-৭০)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...