আসসালামু আলাইকুম।
★হানাফী মাযহাব মতে কাকড়া খাওয়া জায়েজ নয়। কিন্তু সেন্টমার্টিন কিংবা কক্সবাজার গেলে দেখা যায় যে যেই কড়াইয়ের তেল দিয়ে কাকড়া ভাজা হয় সেই একই কড়াইয়ের তেল দিয়ে সামুদ্রিক মাছ ভাজা হয়।
প্রশ্ন: ১.১: তাহলে কেউ যদি সেই কি কড়াইয়ের তেল দিয়ে ভাজা সামুদ্রিক মাছ খায় সেটা জায়েজ হবে?
প্রশ্ন: ১.২: আর যদি জায়েজ না হয়, তাহলে তখন কি করব কারণ সেন্টমার্টিন অথবা কক্সবাজারের বেশিরভাগ রেস্টুরেন্টেই সামুদ্রিক মাছ পাওয়া যায়। এখন তারা যেই তেলে কাকড়া ভাজে সেই একই তেলে সামুদ্রিক মাছ ভেজেছে কিনা জানতে পারবো না আর যদি তাদের জিজ্ঞাসা করি তারা তো আর বলবেও না। আর তাহলে সেখানে যদি থাকি তাহলে রুটি কলা ছাড়া আর কিছু খাওয়ার অপশন কিছুটা কম।এমন অবস্থায় করণীয় কি?
প্রশ্ন:২: এর জন্য:⬇️
নিম্নোক্ত মাসালায়:
https://ifatwa.info/71194/
শেষের ২ পেড়ায় বলা হয়েছে যে,
"★কোনো স্টুডেন্ট যদি সকাল থেকে রাত ৮ টার মধ্যে নিজস্ব বা পারসোনাল কাজে কোথাও যায়, তাহলে স্টুডেন্ট ভাড়া নিতে অস্বীকৃতি না জানালে প্রশ্নের বিবরণ মতে স্টুডেন্ট ভাড়া দেওয়া জায়েজ হবে।
এক্ষেত্রে হেলপার স্টুডেন্ট ভাড়া নিতে না চাইলে স্টুডেন্ট ভাড়া দেওয়া জায়েজ হবেনা।"
প্রশ্ন:২: হেল্পার তো আর জানে না, যে আমি পারসোনাল কাজে যাচ্ছি নাকি ভার্সিটিতে যাচ্ছি। আমি যদি ইচ্ছে করেই বলি যে, আমি আমার পারসোনাল কাজে যাচ্ছি, তাহলে জায়েজ হওয়া স্বত্তেও উনি নিবে না।কারন ওনার তাহলে কম লাভ হবে। তাহলে তো জায়েজ হওয়ার পরও আমি আমার অধিকার পেলাম না। তাহলে?
প্রশ্ন:৩.১:
https://drive.google.com/file/d/17WRqlrmOyc86p_6FfsPZUzWHM87wCHlq/view?usp=drivesdk
এই টাকাটা কি কাউকে দেওয়া জায়েজ হবে? নোট টা আসল কিন্তু কিছুটা ছিড়া।
এখন আমি যদি কোনো ব্যাংকে টাকা জমা দিতে যাই, তখন অনেকগুলো নোটের মাঝে বা উপরে যদি দেই, তাহলে কি সেটা জায়েজ হবে?
প্রশ্ন:৩.২:
আর আমি যদি ইচ্ছে করেই ব্যাংকের কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করি যে, "দেখেন তো ভাই, এই নোট টা চলবে কিনা। তখন যদি, নোট টা অল্প একটুও ছিড়া থাকে, তাহলেও তো সেই কর্মকর্তা বলতে পারে যে, তাহলে অন্য একটা নোট দেন।"
কারন কাউকে যদি আমি #সেধে_সেধে/ইচ্ছা করে দেখাই যে ভাই নোট টা হাল্কা ছিড়া। এইটা নিতে পারবেন? তাহলে তো প্রায় সবাই ই বলবে যে, অন্য একটা নোট দেন। (যদিও বা নোট টা অল্প একটু ছিড়া থাকে। কারন সবাই তো ভালো নোট ই নিতে চাবে)
আর আমি যদি নিজে থেকেই ইচ্ছা করে জিজ্ঞাসা করি যে, নোট টা ছিড়া এইটা কি চলবে বা আপনি নিবেন? তাহলে অল্প ছিড়া হলেও তো সে নিবে না।
★★★আর আমি যদি অনেক গুলো নোটের মাঝে বা উপরে সেই নোট টা দেই, তাহলে সে চেক করার সময় যদি তার মনে হয় যে টাকাটা চলবে না, তাহলে সে ফেরত দেবে।
(এখন সেই ব্যক্তি যদি এতোগুলা নোটের মধ্যে সেই নোট টা খেয়াল না করে, তাহলে যদি আমার পাপ হয়। তাই ভয়ে আমি দেই না। কিন্তু এক্ষেত্রে তো আমার লস হয়ে গেল)। সেক্ষেত্রে কি করবো?
প্রশ্ন:৩.৩:
আর আমি যদি অনেক গুলো নোটের মাঝে বা উপরে সেই নোট টা দেই এবং সেই ব্যক্তি যদি এতোগুলা নোটের মধ্যে সেই নোট টা খেয়াল না করে এবং পরে যদি সেই নোট চালাতে না পারে, তাহলে কি আমার পাপ হবে?
তাহলে এক্ষেত্রে করনীয় কি?
★★প্রশ্ন:৪: (প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন)
এই কারনে দোকানদার অথবা বাসের হেল্পার আমাকে হাল্কা ছিড়া নোট দিলে ভয়ের কারনে সেই নোট আমি অন্য কাউকে দিতে পারি না।
আর দোকানদার অথবা বাসের হেল্পার আমাকে ছিড়া নোট দিলে অনেকসময় তাদের বলতেও পারি না যে, নোট টা চেঞ্জ করে দেন। আর বললে ওনি বলে, যে এইটা তো হাল্কা ছিড়া। এইটা তো চলবে। কিন্তু আমি নেওয়ার পর কাউকে দিতে ভয় পাই। এই জন্য আমার কাছে অনেকগুলো ছিড়া নোট জমানো থাকে।
এইটা তো একটা সমস্যা। এর থেকে পরিত্রান পাবো কিভাবে?