আসসালামু আলাইকুম।আমি আজকে শশুড় বাড়িতে যাব।এখন উনাদের বাড়িতে যে ইফতারির বাজার নিয়ে যাব।আমি আমার ফ্যামিলিকে এটা বুজাতে পারতেছি না। যে এটা হাদিয়া দিতেছেন।আর আমার শশুড় বাড়ির মানুষ ও না নিলে কথা শুনাবে।আবার কম নিলেও কথা শুনাবে।তাই আমার শশুড় বাড়িতে যাইতে ইচ্ছে করে না।কম দিলো,এটা দেয় না সেটা দেয় না বিভিন্ন ব্যাপারে কথা শুনায়।শশুড় বাড়িতে যাব যে একটা প্রশান্তি আসে না।ওই বাড়িতে গেলে কারো সাথে মিশাটাও উনারা পছন্দ করে না।আমার কেমন জানি কষ্ট হইতেছে।আমি কি করবো।আমাকে একটা প্রশান্তির হাদিস কুরঅান এর আমল দেন।প্লিজ।আমার শাশুড়ি সারাদিন কম দিলো, আমার ফ্যামিলি খোজ খবর নেয় না,,আপ্যায়ন ঠিক মত করতে পারে না,,কথা শুনায়,ইত্যাদি ইত্যাদি বিষয় প্রতিদিন কথা শুনায়।আমাকে কথা শুনায় আমি এই কথা উনার সামনে বসে শুনতাম।আমি যদি সামনে থেকে চলে যাই,বা রুমে বসে থাকি সেটাও দোষ।।।আমি কি করতাম??