আসসালামু'আলাইকুম
আমি একজন মেয়ে,বয়স ২১ বছর , এইচএসসি ২০২২। এখন এডমিশনের প্রিপারেশন নিচ্ছি.. আমার বাবা একজন চাকরিজীবী,তিনি একজন দায়িত্ববান পুরুষ, আমাদের দায়িত্ব পালনে অবহেলা করেন নি .. তবে উনি অনেক রাগী..একটু এদিক সেদিক হলেই খোটা দেন, আমাদের পরিবারে কখনো শান্তি ছিল না , ছোটোখাটো ভুল হলেই আমার মাকে মারধর করতেন, বেশিরভাগ টাইম হসপিটালে এডমিট হতে হতো ..আব্বু কখনো আমাদের চাওয়ার গুরুত্ব দেন না উনি যা ভালো মনে করবেন তা চাপায় দেন ... এখন অবশ্য রাগ হলেও আগের মতো কথায় কথায় গায়ে হাত উঠান না .. আমার বাবার দ্বিনের বুঝ নেই ,তিনি নামায পড়েন না ,ফরজ রোজা রাখেন না যেদিন ইচ্ছে রোজা থাকেন নইলে নেই, কখনো কখনো এমন ও হয়েছে উনি ঈদের দিনেও নামাযে যান নি। উনি আমাদের ক্ষেএে রোজা রাখা, নামায পড়া আর এমনি বোরখা পড়া (যাতে পর্দা হয় না) পছন্দ করেন এর বেশি ধার্মিকতা পছন্দ করেন না, উনি ননমাহরাম পুরুষের সামনে আমাকে নিকাব খুলতে বলেন বাইরেও বাসাতেও ... আব্বু সুদের ব্যবসা ও করেন, পরিবারের কারো সাথে তার ভালো সম্পর্ক নেই ,তার রিন আছে ইচ্ছা করেই শোধ করেন না, কিছুদিন আগে কাউকে না জানিয়ে ২য় বিয়ে করেছেন এবং তাকে নিয়েই আছেন নিজ কর্মস্থলে,আম্মু আর আমরা যেতে চাইলে বলেন উনি আমাদের সাথে রাখবেন না (আমরা ৩ ভাই বোন,আমি এইচএসসি ২২, আমার ছোট বোন এইচএসসি ২৪, আর ভাইয়ের বয়স ৪বছর+) আমি মেডিকেলে চান্স পাই নি যা তার স্বপ্ন ছিল , এখন ভার্সিটির প্রিপারেশন নিতে চাচ্ছি কিন্তু আব্বু বরাবরের মতো এবারও নার্সিং এর প্রিপারেশন নিতে চাপায় দিচ্ছে...উনি চান আমি চাকুরী করি , নিজের পায়ে দাঁড়াই ..এর পর বিয়ে দেবেন ...এইসময়ে একটা ভালো ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসছে তারা দ্বিন বুঝে ন এবং আমার পরিবারের কিচ্ছু দেখবেন না + ছেলেদের ইনকাম যথেষ্ট ভালো, পেশায় টিচার এবং দ্বিনদ্বার তারা শুধু আমার দ্বিনদ্বারিতাটুকুই পছন্দ করেছেন , তারা আমাকে দ্বিনের কাজে হেল্প করবেন এবং দ্বিনি ইলম অর্জনেও (আব্বু দ্বিনী ইলম অর্জনে কোনো প্রকার হেল্প করবেন না) । এই প্রস্তাবের কথা আব্বুকে জানানো হয়েছে তিনি কোনোভাবেই এখন আমাকে বিয়ে দিবেন না যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াই, এজন্য আমার আম্মু ,মামা ,নানী সবাই মিলে আব্বুকে না জানায়ে বায়ে দিতে চাচ্ছেন ...
যেহেতু আমাদের সমাজে ইসলাম বুঝে না তাই আব্বু ২য় বিয়ে করায় সবাই ছি ছি করে + আব্বুদের জমিজমা নিয়ে ভাইদের মধ্যে মারামারি ১৫-১৬ টার বেশি মামলা হইছে গ্রামে আব্বুর ব্যাপারে কেউ ভালো বলে না + আব্বু দ্বিন বুঝেন না তাই দ্বিনদার ছেলে দেখবেন না শুধু টাকা আর ফ্যামিলি দেখবেন
এক্ষেত্রে আব্বুকে ছাড়া বিয়ে করা কি জায়েজ হবে আম্মু আর মামাদের উপস্থিতিতে ? দাদার বাড়ির করো সাথে আব্বুর সম্পর্ক ভালো নেই...