ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রশ্ন হল, মসজিদে জামাত পড়া ওয়াজিব? না বাড়িতে জামাত পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে।
উত্তরঃ
ইবনে আবেদীন শামী রাহ বলেন,
(قوله في مسجد أو غيره) قال في القنية: واختلف العلماء في إقامتها في البيت والأصح أنها كإقامتها في المسجد إلا في الأفضلية. اهـ
ঘরে জামাত পড়া কি মসজিদে জামাত পড়ার মত? এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে।তবে বিশুদ্ধ মত হল,ঘরে জামাত পড়াও মসজিদে জামাত পড়ার মত।তবে সওয়াবে কিছুটা তারতম্য রয়েছে।অর্থাৎ ঘরে জামাত পড়ার ধরুণ ওয়াজিব আদায় হয়ে যাবে।তবে মসজিদের মত সওয়াব পাওয়া যাবে না।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বর্তমান করোনা পরিস্থিতে আপনার জন্য মসজিদে গিয়ে জামাত ওয়াজিব নয়।আপনি বাড়িতেই জামাত পড়ুন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1365
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
বিদেশে ব্যাচেলর করতে গেলে, যেখানে মুসলিম নগণ্য সেখানে ইউনিভারসিটির বা বাসার আশেপাশে মসজিদ না থাকলে, একাকি নামাজ পড়া যাবে।
(২)
আশেপাশে মসজিদ না থাকলে তখন একাকী নামাজ পড়া যাবে।
(৩)
নামাজ ৫ ওয়াক্ত মসজিদে বা প্রেয়ার হলে জামাতে পড়ার ব্যবস্থা আছে কিনা তা নিশ্চিত না হয়ে অমুসলিম দেশে ব্যাচেলর করতে যাওয়া যাবে।তবে নিয়তে দাওয়াত ও তাবলীগের মিশন থাকতে হবে।
(৪)
পিতামাতা তালাক এর ম্যাসায়েলে অজ্ঞ হলেও তাদের তালাক হয়ে যাবে। সন্তানের উচিৎ হেকমতের সাথে তাদেরকে বুঝানো। অথবা নিকটাত্মীয় কোনো দ্বীনদার বা মাতাপিতা মানেন এমন কাউকে দিয়ে বুঝানো।
(৫)
গুম, খুন, শিবির, সন্ত্রাসী বলে পুলিশের হাতে তুলে দেওয়া আরও কত কিছু। সুতরাং এজন্য দেশে কেউ নিজেকে অনিরাপদ ভাবলে, এজন্য সে প্রথমে মুসলিম নিরাপদ কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করবে, মুসলিম দেশে যাওয়া সম্ভব না হলে সে অমুসলিম দেশে যেতে পারবে।