আমার আব্বু,অফিসিয়াল স্পেস ভাড়া দেয় এমন এক কম্পানিতে চাকরি করে।সম্প্রতি একজন ভাড়াটিয়া তার অফিস রেখে ব্যাংক থেকে লোন নিয়ে পালিয়ে গেছে।উনার বাইং হাউস আর বিজনেস ছিলো।অফিস এ অনেকগুলো কম্পিউটার আছে।
আব্বু আমাকে বলেছে যে আব্বুর অফিসের স্যার আদম ব্যবসার মাধ্যমে টাকা ইনকাম করে অফিসিয়াল বিল্ডিংগুলো বানিয়েছিলেন।তবে আমার সন্দেহ হয় যে এখানে কিছুটা হলেও সুদের কারবার অর্থাৎ ব্যাংক থেকে লোন নিতে হয়েছে।এখন বিল্ডিংটা নিয়েই সন্দেহ যে হালাল টাকা দিয়ে বানিয়েছে কি না।আর ভাড়াটিয়া তো লোন নিয়েই পালিয়েছে,বলা মুশকিল যে তার বাইং হাউস এর ব্যাবসা হালালভাবে প্রতিষ্ঠিত হয়েছিলো কিনা।
এখন আমার প্রশ্ন হলো যে যদি আমি সেখান থেকে একটা কম্পিউটার নিয়ে আসি এবং সেটা দিয়ে অনলাইন জব(ফ্রিল্যান্সিং,প্রোগ্রামিং,ডাটা এন্ট্রি) করে অর্থ আয় করি তাহলে সেটা হালাল হবে কি?আর যদি ইনকাম না করে শুধু প্রাত্যহিক ব্যবহারের জন্য নিয়ে আসি সেটা জায়েজ হবে কি?