আসসালমুআলাইকুম হুজুর,
আমি একটা মেয়ের সঙ্গে ৩ বছরের সম্পর্ক ছিল। আর হুজুর আমি চিন্তা প্রবন মনের মানুষ । তার জন্য ডক্টর এর ওষধ ও খাচ্ছি।
আমার বান্ধবী আমার রোগ সম্পর্কে সব কিছু জানে । ওষধ খেয়ে আমি মোটা মুটি সুস্থ হয়ে গিয়েছিলাম তবে ওষধ চলত।
আমরা একদিন সিদ্ধান্ত নিলাম বিয়ে করবো , আমাদের দুই বাড়িতে বিষয় টা জানায় , এবং কিছু দিন পর সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমাদের বিয়ে দেই। কিন্তু মেয়ের বাড়ির লোক জানতোনা আমার রোগ আছে। আসলে আমার হবু স্ত্রী বলতে নিষেধ করেছে। তাই আর কখনো সেই ভাবে বলা হয়নি।
একদিন আমার শাশুড়ি আমার কিছু ওষধ দেখে দিয়ে জিজ্ঞাসা করে এইগুলো কিসের ওষধ , আমি তখন বললাম আমার একটু চিন্তা হয়েছিল তাই ওষধ খাচ্ছিলাম ।
আখন রোগ টা কিছু টা বেড়েছে , আমার স্ত্রী তার বাড়িতে বলতে আমাকে নিষেধ করে বললে তার বাবা মা চিন্তা করবে বলে।
হুজুর তার বাড়িতে কম বেশি জানে বিষয় টা। কিন্তু ভালোভাবে জানেনা ।
১. হুজুর এই বিষয় এর জন্য কি আমাদের বিয়ের কোনো সমস্যা হবে??
২. আমাদের বিয়ে শুদ্ধ হয়েছে তো??
খুব চিন্তা হচ্ছে শেষ হয়ে যাচ্ছি। হুজুর বিয়ে একদম ইসলামিক শরিয়ত মোতাবেক হয়েছে।