আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
১/মহিলাদের জন্য তো জামাত ওয়াজিব না তাই আমি ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত আদায় করি। যেমন: যোহরের ওয়াক্ত ১২:১৫ তে শুরু হলে আমি আগে যাওয়ালের সালাত আদায় করি তারপর যোহরের সালাত আদায় করি। ৪ রাকাআত সুন্নত আদায় করার পর যোহরের আযান হয়। আমি অনেক সময় সালাম ফেরানোর পর যদি দেখি আযান হচ্ছে তখন আমি আযানের জবাব দেই। এভাবে ৪ রাকাআত সালাত আদায়ের পর আযানের জবাব দেওয়া যাবে কিনা?।
২/ যেহেতু আমি ওয়াক্ত হওয়ার সাথে সাথেই সালাত আদায় করি তাই অনেক সময় যোহরের ফরজ সালাত আযান ও ইকামাতের মধবর্তী সময়ে আদায় করতে হয়। এইভাবে নামাজ আদায় হবে কিনা?
৩/ সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল সালাতে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মা' সুরা এরপরে
➡️ফুরকানের৭৪ নং আয়াত
➡️সুরা আসসাফফাত ১০০ নং আয়াত
➡️দোআ: [৪১.১] ঋণ মুক্তির জন্য দো‘আ #১
اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।
আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক
তিরমিযী ৫/৫৬০, নং ৩৫৬৩ আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮০।
➡️দোআ: [২৪.১] কবর ও জাহান্নামের আযাব এবং জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোআ
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া মিন ‘আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল
বুখারী ২/১০২, নং ১৩৭৭; মুসলিম ১/৪১২, নং ৫৮৮। আর শব্দ মুসলিমের।
এই চারটা দোয়া পাঠ করা যাবে কিনা??? সালাম ফিরানোর আগে পাঠ করা যাবে কিনা?
৪/ সেজদায় আরবিতে কোন কোন দোয়া করা যাবে তার লিস্ট দিন। সেজদায় বাংলায় দোয়া করা সম্পর্কে কোনো মতবাদ আছে কিনা?
সেজদায় কুরআনের আয়াত পাঠ করা যাবে কিনা? যেমন: ফুরকান এর ৭৪ নং আয়াত এবং
সুরা আস সাফফাত ১০০ নং আয়াত