জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
তালাক খুবই মারাত্মক এক বিষয় ।
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে লিটন কতটুকু লিখে প্রশ্ন করেছিলো? সেটি উল্লেখ করুন।
প্রশ্নে উল্লেখিত ছুরতে যতটুকু লেখা আছে,যদি শুধু এতটুকুই লিখে প্রশ্ন করে থাকে যে "আমি স্ত্রীকে তালাক দিলাম",মনে করুন বা ধরে নিন বা এই জাতীয় কোনো বাক্য না লিখে থাকে ,সেক্ষেত্রে তালাক পতিত হবে।
(০২)
সেটি তালাকের মজলিস হবেনা।
(০৩)
এইগুলো কেনায়া বাক্য নয়। এইগুলো শর্তযুক্ত কেনায়া বাক্য নয়।
(০৪)
এইগুলো কেনায়া বাক্য নয়। এইগুলো শর্তযুক্ত কেনায়া বাক্য নয়।