আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
জনৈক মুসলিম মেয়ের সাথে হিন্দু থেকে মুসলিম হওয়া ছেলের বিয়ে হয় কাজী অফিসে। কাজী এবং ছেলে আর মেয়ে ছাড়া কেউ ছিলো না সেখানে। কিছুদিন পর মেয়ে বুঝতে পারে,ছেলেটা ইসলাম সম্পর্কে,দ্বীন সম্পর্কে পুরোপুরি জানে না,বা মানতে পারছে না,নামায পড়তো না। তার মনে সন্দেহ তৈরি হয় যে ছেলেটি সত্যিই মন থেকে ঈমান এনেছিলো কিনা বা প্রকৃতপক্ষে মুসলিম হয়েছিলো কি না। বিয়ের আগ দিয়ে ইসলাম সম্পর্কে তাকে বুঝানো হয় এবং এভিডেভিড এর মাধ্যমে মুসলিম হয়। কিন্তু পরবর্তীতে ছেলেটির কিছু কথাবার্তায় মেয়েটির মনে ভয় ঢুকে সে মুসলিম আছে কি নেই(আল্লাহই ভালো জানেন সত্যি সে মুসলিম ছিলো কিনা/ঈমান ছিল কিনা সঠিক)।ইত্যাদি কারণে+ফ্যামিলির চাপে সেই কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়,আর ঐ ছেলের সাথেও কোনো কথা হয়না। এরপর বেশ অনেক দিন চলে যায়।ভালো মুসলিম পরিবারের ছেলের সাথে মেয়েটির বিয়ে হয়,পারিবারিকভাবে,মূলত ঐ ছেলের কাছ থেকে মানসিকভাবে আলাদা হওয়ার জন্য+অর্ধেক দ্বীন পূরণে বিয়ের চিন্তাভাবনা করে ভালো মুসলিম কারো সাথে।আর যেহেতু বিয়ের সময় কাজী এবং তারা দুজন ছাড়া অন্য কেউ ছিলো না,তার মানে বিয়ে হয়তো হয়ই নি এজন্য তালাকও নেয়নি। আবার,এখন যেহেতু এখন যার সাথে বিবাহিত,স্বামীর দ্বীনি বুঝ আছে,এখন মেয়েটা চাচ্ছে না এ পূর্বের বিষয় টেনে এনে সংসারে পেরেশানি আনতে,তালাক বিষয় নিয়ে কোনো কথা তাই আর বলেনি,ভাবেও নি,এই রিলেটেড কিছু করা মানে সংসারে অশান্তি।
উল্লেখ্য, একসাথে ঐ ছেলের সাথে বিভিন্ন জায়গায় গিয়েছে,সহবাসের সুযোগ ছিল। ভিডিও কলে ন্যাকেড অবস্থায় থাকতো,একে অন্যের হস্তমৈথুনের কারণ হতো। কিন্তু কখনোই শারীরিকভাবে মিলিত হয়নি। আলাদা স্থানে থাকতো।
যাহোক,আল্লাহর রহমতে দ্বীনের হিয়াদাত এখন মেয়েটির আছে। তওবার উপর থাকে। আল্লাহর বিধান সূক্ষ্ণভাবে মানার তাগিদে পূর্ণ পর্দা ও শরীয়াহর নিয়ম মেনে চলে।
প্রশ্ন হলো,আগের ঐ ভুল করে বিয়েটা কি হয়ে গিয়েছিলো?আর পরবর্তী বিয়ে সহীহ হয়েছে কিনা?