আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দাঁতের মাঝে অনেকসময় গর্ত হয়ে যায়। ফলে সেখান থেকে যন্ত্রণা করে, শিরশির করে। গর্ত ঐ অবস্থাই ছেড়ে দিলে খাবার-ময়লা ঢুকে দাঁত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরজন্যে ডক্টররা ঐস্থানে কিছু একটা জিনিস মেডিসিন লাগিয়ে ঢুকিয়ে ফাঁকা স্থানটা পূরন করে দেয়। এটাকে অনেকে ফিলিং বা পুটিং বলে, উস্তাজ জানেন নিশ্চয়।
এই অবস্থাই তো তার নিচে পানি প্রবেশ করতে পারেনা। তবে কি ওযূ বা ফরজ গোসলে সমস্যা হবে?