আসসালামু আলাইকুম উস্তায,
আমি খুবই ব্যথিত এবং মর্মাহত আমার পিতা মাতার জন্য। আল্লাহ আমাকে আমার পিতা মাতার মাধ্যমে কঠিন পরীক্ষা নিচ্ছেন।২০১৩ সাল থেকে তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি।তারা প্রচন্ড দুনিয়াদার। দ্বীনি জ্ঞান শূন্য একজন মানুষ যেমন দুনিয়ার প্রতি আকৃষ্ট এবং সন্তানদের শুধু দুনিয়ায় খ্যাতি লাভের শিক্ষা দেয়,তারাও ঠিক তেমনই।
ভার্সিটি লাইফে মারত্মক ফিতনায় পড়েছিলাম।বিয়ে করতে চাওয়ার বিষয়টা যখন তাদের জানালাম, তারা মারাত্মক অবস্থার সৃষ্টি করলো এবং হার্ট ফেইল সহ আরো নানা বিপত্তি তৈরি হল।একবারও আমার আবেগ, ঈমানের হিফাজত এবং বাস্তবতাকে বোঝার চেষ্টা করলোনা।বাধ্য হয়ে গোপনে বিয়ে করি।গত দু বছর যাবৎ সংসার করছিলাম একদম নিরবচ্ছিন্ন ভাবে এবং গোপনে আলহামদুলিল্লাহ।সমস্যা দাড়ালো সন্তান হওয়ার পর।বাধ্য হলাম মা বাবাকে জানানোর জন্য।মাকে কোনোমতে জানালাম।তিনি মৃতপ্রায় হয়ে গেলেন।শেষমেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বুঝ দান করলেন এবং স্বাভাবিকের দিকে এসেছেন।কিন্তু,আমার বাবাকে কোনোভাবেই বিষয়টা জানানো যাচ্ছেনা।এতে তিনি হার্ট এটাকও করতে পারেন।আম্মু আমাকে এভাবেই বললেন।
আমি চিন্তা করলাম যদি এমন একটি অবস্থা তৈরি করতে পারি যে,আমি আল্লাহর উপর ভরসা করে বাবাকে দ্বীন বুঝাতে কোনোভাবে সক্ষম হই তবে তিনি নিজেই আমার কাজের জন্য আনন্দিত হবেন এবং ফিতনা থেকে বেচে থাকার প্রয়াসকে সাধুবাদ দিবেন।আম্মুও এতে সম্মতি দিলেন।আমি চাচ্ছি এই রমাদানে তাকে সমস্ত বিষয়ে বিশদভাবে বোঝানোর।
আপ্নি আমাকে একটি কার্যকর দাওয়াতী পদ্ধতি বলে দিন যে টা এ মূহুর্তে এপ্লাই করতে পারবো।কিংবা এ বিষয়ে কোনো বই থাকলে সেটাও বলুন।
( উল্লেখ্য যে, আমার মা বাবাকে আমি ছাড়া পৃথিবীর কেউই কিছু বুঝিতে দমাতে পারবেনা)