আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
242 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)
কোম্পানির বিক্রয় প্রতিনিধি যদি পণ্যের দাম কোম্পানির ধার্য্যকৃত দামের তুলনায় বেশী(সীমিত লাভ রেখে) দামে ক্রেতার কাছে বিক্রয় করে তাহলে সেই টাকা কি উক্ত প্রতিনিধির জন্য হালাল হবে? কোম্পানির ডিমান্ড হলো তার দেওয়া রেট অনুযায়ী টাকা পরিশোধ করলেই হচ্ছে। কেউ যদি নিজেদের লাভ রেখে পণ্য বিক্রি করে সেক্ষেত্রে কোম্পানির কোন বিধি-নিষেধ নেই।

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

কোম্পানির বিক্রয় প্রতিনিধি যেহেতু কোম্পানীর পক্ষ থাকে বেতন ভুক্ত, তাই কোম্পানীর যাবতীয় বিধান তাকে মানতে হবে।
 কোম্পানির ধার্য্যকৃত দামের তুলনায় বেশী দামে কোনো পন্য বিক্রয় করা যাবেনা।
এটা কোম্পানীকে ধোকা দেওয়া হবে।

হাদীস শরীফে এসেছেঃ  
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
তবে যদি কোম্পানীর পক্ষ থেকে বিক্রয় প্রতিনিধিকে 
কোম্পানির ধার্য্যকৃত দামের তুলনায় বেশি,অতিরিক্ত দামে বিক্রয় করার অনুমতি দেওয়া থাকে,  
তাহলে এটি জায়েজ আছে।
আর কোম্পানির অনুমতি সাপেক্ষে এই অতিরিক্ত টাকার মালিম হবে।
,
এক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে অনুমতি থাকলে তাদের  ধার্য্যকৃত দামের তুলনায় কত বেশী দামে বিক্রয় যাবে,শরীয়ত কোন সীমা নির্দিষ্ট করেনি। বরং ক্রেতা বিক্রেতা যে মূল্যের উপর সন্তুষ্টচিত্তে রাজি হবে, সেটাই মূল্য হিসেবে ধর্তব্য হবে। তবে ধোঁকা ও মিথ্যা থেকে বাঁচা জরুরী।
الثمن المسمى: هو الثمن الذى يسميه ويعينه العاقدان وقت البيع بالتراضى سواء كان مطابقا لقيمته الحقيقة أو ناقصا عنها أو زائدا عليها (شرح المجلة رستم باز-1/73، رقم المادة-153)
সারমর্মঃ ক্রেতা বিক্রেতা যেই দামে সন্তুষ্ট হবে,,,,, 

المرابحة بيع بمثل الثمن الأول وزيادة ربح… والكل جائز (الفتاوى الهندية-3/156 جديد، 3/160 قديم، المبسوط للسرخسى-22/78، 5/360، 4/357
বাইয়ে মুরাবাহা কেনার দাম থেকে বেশি বিক্রয় করা,এক্ষেত্রে সবই জায়েজ।
(তবে ধোঁকা বা মিথ্যার আশ্রয় নিলে তা নাজায়েজ হবে,,,।)
.
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি এটা কোম্পানীর পক্ষ থেকে অনুমতি থাকে,তাহলে জায়েজ।
অন্যথায় জায়েজ নয়।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...