আসসালামু আলাইকুম।
প্রশ্ন-১: জীবন্ত মাছ আনার পর আমরা প্রথমে মাছের কান/লেজ কাটি। তখন মাছটি জীবিত অবস্থায় থাকে। তারপর তার পেট কাটা হয়। পেট কাটার আগে পর্যন্ত তো মাছটি জীবিত থাকে এবং কষ্ট পেতে থাকে যতক্ষণ না পর্যন্ত মাছের পেট কাটা হয়? তাহলে এভাবে মাছ কাটা কি জায়েজ হবে?
নাকি আগে আগে পেট কেটেই বাকি অংশ কাটতে হবে, যাতে মাছটি প্রথমেই মারা যায় এবং কষ্ট না পায়? ###তাহলে সবাই এভাবে কাটে কেনো?
প্রশ্ন-২: সরকার নিয়ম করেছে যে, স্টুডেন্ট ভাড়া দেওয়া যাবে সকাল থেকে রাত ৮ টা। স্টুডেন্ট ভাড়া দিতে হলে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে।
এখন কেউ যদি তার নিজের স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে ভুলে যায় অথবা তার নিজের স্টুডেন্ট আইডি কার্ড হারিয়ে ফেলে, তাহলে কি উক্ত ব্যক্তির স্টুডেন্ট ভাড়া দেওয়া জায়েজ হবে না?
সরকার তো নিয়ম করেছে যে, যদি কেউ স্টুডেন্ট ভাড়া দিতে চায় স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।তাহলে সেই ব্যক্তি যদি তার নিজের স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে ভুলে যায় অথবা তার নিজের স্টুডেন্ট আইডি কার্ড হারিয়ে ফেলে এবং বাসের হেল্পার যদি উক্ত ব্যক্তির কাছে স্টুডেন্ট আইডি কার্ড না চায়, তাহলে কি উক্ত ব্যক্তির স্টুডেন্ট ভাড়া দেওয়া জায়েজ হবে? (যেহেতু বাসের হেল্পার জানে না যে উক্ত ব্যক্তি নিজের আইডি কার্ড দিলেন ভুলে গেছে।)
সরকার নিয়ম করেছে যে, স্টুডেন্ট ভাড়া দেওয়া যাবে সকাল থেকে রাত ৮ টা।
এখন কোনো স্টুডেন্ট যদি সকাল থেকে রাত ৮ টার মধ্যে নিজস্ব বা পারসোনাল কাজে কোথাও যায়, তাহলে কি স্টুডেন্ট ভাড়া দেওয়া জায়েজ হবে?
###(যেহেতু সরকার এমন কোন কিছু সেই নিয়মে বলে নি যে, স্টুডেন্ট ভাড়া শুধু স্কুল/কলেজ/ভার্সিটির কাজে গেলেই দিতে হবে। অন্য সময় দেওয়া যাবে না)