আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
364 views
in পবিত্রতা (Purity) by (5 points)

https://ifatwa.info/70968/

এটা ছিল আমার আগের প্রশ্ন

১) সে হিসেবে বাসায় কারো হাতের কাটা ফল খাওয়া যাবে কি?

২)বাসার কেউ যদি ভেজা হাতে স্পর্শ করে তাহলে কি পাক নাকি নাপাক হবে?

অন্য প্রসঙ্গে প্রশ্ন 

৩) ভেজা শরীর যদি কোনো নাপাক কাপড়ে স্পর্শ লাগে অল্প করে হালকা একটু স্পর্শ লাগলেই কি শরীরের ওই স্থান নাপাক হয়ে যাবে?

৪) মসজিদে নামাযে দুই পায়ের মাঝে মোবাইল,ঘড়ি ইত্যাদি রেখে নামাজ আদায় করি।

যদি মোবাইলে নাপাকী থাকে কিন্তু তা শরীরে স্পর্শ লাগে নাই।নামাজ কি আদায় হবে?

৫) হিন্দুদের দোকানের মিষ্টি কি খাওয়া যাবে যেহেতু তারা পবিত্রতা সম্পর্কে সচেতন না?

৬) দাঁত মাজার ব্রাশে নাপাকী লাগলে তা তিনবার চাপ দিয়ে দিয়ে ধুলে কি পাক হয়ে যাবে? এটি তো কাপড়ের মত পানি শোষন করে না শুধু ভিতরে একটু পানি জমা হয়

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
সে হিসেবে বাসায় কারো হাতের কাটা ফল খাওয়া যাবে।

(০২)
বাসার কেউ যদি ভেজা হাতে স্পর্শ করে তাহলে পাক হিসেবেই ধরবেন। 

(০৩)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾ 
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ০৪)

الدر المختار: لُفَّ طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ، تَنَجَّسَ وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا
সারমর্মঃ 
কোনো নাপাক কাপড় যদি পানি দ্বারা ভিজে যায়,এক্ষেত্রে সেই ভেজা কাপড়ের সাথে পবিত্র কাপড় স্পর্শ করলে উক্ত নাপাক কাপড় যদি নিংড়ানোর দ্বারা নিংড়ানো যায়,তাহলে উক্ত পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
আর যদি উক্ত নাপাক কাপড় পেশাব ইত্যাদি মিশ্রিত হয়,তাহলে সেই পবিত্র কাপড়ে নাপাকির চিন্হ,গন্ধ পাওয়া গেলে সেই পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
নতুবা নয়।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত নাপাক কাপড় যদি ভিজে যায়,অথবা ভেজা শরীরে নাপাকির কোনো গন্ধ বা চিন্হ পাওয়া যায়,সেক্ষেত্রে শরীর নাপাক হবে।

নতুবা শরীর নাপাক হবেনা।

আরো জানুনঃ

(০৪)
তাহলে নামাজ হবে।

(০৫)
তাদের দোকানের মিষ্টি খাওয়া যাবে।
তবে পাশে কোনো মুসলিমের মিষ্টির দোকান থাকলে মুসলিমের দোকান মিষ্টি ক্রয় উত্তম বলে বিবেচিত হবে।

(০৬)
তিনবার ধুয়ে নিবেন,আর প্রত্যেকবার ঝেড়ে নিবেন।

যদি সরাসরি ট্যাপে বা অন্য কোনো প্রবাহিত পানিতে সেটি ধৌত করেন,সেক্ষেত্রে ট্যাপ চালিয়ে একবার ভালোভাবে ধোয়া হলেই সেই ব্রাশ পাক হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
একটা জবাব দিবেন প্লিজ...

আমার বউ কোনো ম্যাসেজ দেখে রাগ বা বিরক্ত হলে সেই ম্যাসেজে লাইক এর রিয়েক্ট দেয়। গত ক'দিন থেকে ফজরের নামাজে উঠতে পারছে না, তাই তাকে ম্যাসেজে বলেছিলাম " আজকে যতোক্ষন উঠবে না ততোক্ষণ কল দিতেই থাকবো" এই ম্যাসেজে সে লাইক দিয়েছে। অর্থাত বুঝা যাচ্ছে, নামজের সময় ঢেকে তোলার জন্য অনেক গুলো কল দেওয়ার কথা বলায় সে বিরক্ত বা রাগ হয়েছে।

এর ফলে কি তার কুফর হবে?
by (583,020 points)
এর ফলে তার কুফর হবেনা।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...